ভারতে থেকে করতেন তথ্যপাচার! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়াণার হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জ্যোতি একজন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার এবং ইউটিউবার।

পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ:

তাঁর ইউটিউব চ্যানেনের নাম হল “ট্রাভেল উইথ জো”। ওই চ্যানেলের ৩ লক্ষ ৭৭ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এদিকে, জ্যোতির বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির কাছে সংবেদনশীল তথ্য ভাগাভাগি করার অভিযোগ রয়েছে। এমতাবস্থায়, হিসার থানার পুলিশ তাঁর বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। জানা গিয়েছে জ্যোতি হিসারের বাসিন্দা হারিস কুমারের মেয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Jyoti Malhotra (@travelwithjo1)

পাকিস্তান ভ্রমণে গিয়েছিলেন: প্রাপ্ত তথ্য অনুযায়ী, জ্যোতি মালহোত্রা ২০২৩ সালে ভিসা এজেন্টদের মাধ্যমে ২ বার পাকিস্তান ভ্রমণ করেছিলেন। সেই সময়ে তিনি দিল্লিতে পাকিস্তানি (Pakistan) হাইকমিশনের কর্মচারী এহসান-উর-রহিম ওরফে দানিশের সাথে দেখা করেন। এদিকে, গত ১৩ মে, ভারত সরকার দানিশকে “অবাঞ্ছিত” ঘোষণা করে এবং দেশ থেকে বহিষ্কার করে। দানিশই জ্যোতিকে পাকিস্তানি গোয়েন্দাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে খবর মিলেছে।

আরও পড়ুন: বুমরাহ-রাহুল-গিল নন, ভারতের টেস্ট অধিনায়ক হতে চলেছেন এই তরুণ প্লেয়ার? শুরু জল্পনা

এছাড়াও, জ্যোতি শাকির ওরফে রানা শাহবাজের মতো অপারেটিভদের সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন। যার নম্বর তিনি জট রন্ধাওয়া নামে সংরক্ষণ করেছিলেন। শাকিরের সাথে জ্যোতি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ রাখতেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: আমেরিকা-চিনও থাকবে পিছিয়ে! বিশ্বকে চমকে দিয়ে ক্রমশ এগোচ্ছে ভারতের অর্থনীতি, সামনে এল রিপোর্ট

জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ: তদন্তে জানা গেছে যে, জ্যোতি ভারতীয় স্থান সম্পর্কিত সংবেদনশীল তথ্য শেয়ার করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের (Pakistan) একটি ইতিবাচক ভাবমূর্তি প্রচার করেন। এছাড়াও, জ্যোতি একজন পাকিস্তানি অপারেটিভের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তাঁর সাথে ইন্দোনেশিয়ার বালিতেও ভ্রমণ করেন। জ্যোতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (BNS) ধারা ১৫২ এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর ধারা ৩, ৪ এবং ৫ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। তাঁর লিখিত সম্মতির পর, মামলাটি হিসারের অর্থনৈতিক অপরাধ শাখার কাছে হস্তান্তর করা হয়। এই মামলায় জ্যোতি সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। যাঁদের মধ্যে অন্যান্য অভিযুক্তরা পাঞ্জাব এবং হরিয়াণার বাসিন্দা বলেও জানা গিয়েছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X