বাংলাহান্ট ডেস্ক: একের পর এক দুঃসংবাদ বিনোদন ইন্ডাস্ট্রিতে। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হুসেন (yusuf hussain)। শুক্রবার রাতে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সংবাদ মাধ্যমকে এই দুঃসংবাদটা দেন তাঁর জামাই পরিচালক হনসল মেহতা।
ইউসুফ হুসেনের প্রয়ানে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু ‘দিল চাহতা হ্যায়’, ‘বিবাহ’, ‘ধুম টু’, ‘রইস’ এর মতো ছবিতে তাঁর অভিনয় এখনো মনে রেখেছে সিনেপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ‘ইউসুফ সাব’কে স্মরণ করেছেন হনসল মেহতা।
পোস্টে তিনি জানিয়েছেন, কতটা দরিয়া দিল মানুষ ছিলেন তাঁর শ্বশুর মশাই। ২০১২ তে ‘শাহিদ’ ছবির পরিচালনার সময় দারুন অর্থ সঙ্কটে পড়েছিলেন পরিচালক। মাত্র দুটো শিডিউল শেষ করতেই টাকা শেষ হয়ে যায়। পরিচালক হিসেবে তাঁর কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হতে বসেছিল।
সে সময় নিজের বাবার মতোই পাশে দাঁড়িয়েছিলেন তাঁর শ্বশুরমশাই। নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা দিয়েছিলেন জামাইকে। বলেছিলেন, বিপদের সময় যদি কাজে না আসে তবে টাকা রাখা কীসের জন্য। শাহিদ ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে খ্যাতি পেয়েছিলেন হনসল।
https://www.instagram.com/p/CVoM2vuMFMe/?utm_medium=copy_link
পোস্টে তিনি লিখেছেন শ্বশুর মশাই না, ইউসুফ হুসেন তাঁর বাবার মতো ছিলেন। এখন তিনি বাস্তবিকই অনাথ হয়ে গেলেন। তাঁর উর্দুটা আর ঠিক হল না। ‘ইউসুফ সাব’কে হারিয়ে জীবনটা আর আগের মতো থাকল না, লিখেছেন হনসল মেহতা।
https://twitter.com/BajpayeeManoj/status/1454267835920916480?t=x2DsZJrZuFPoJb0qaC8vJA&s=19
কমেন্টে শোকপ্রকাশ করেছেন প্রতীক গান্ধী থেকে বিশাল ভরদ্বাজ, পত্রলেখারা। টুইটারে প্রয়াত ইউসুফ হুসেনের কন্যা সফিনা ও জামাই হনসল মেহতার প্রতি সমবেদনা জানিয়ে বর্ষীয়ান অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। শোকপ্রকাশ করেছেন অভিষেক বচ্চনও। ‘কুছ না কহো’ এবং আগামীতে ‘বব বিশ্বাস’ ছবিতে ইউসুফ হুসেনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সেই স্মৃতি শেয়ার করে তিনি লিখেছেন, ইউসুফ হুসেন খুবই নম্র ও দয়ালু মানুষ ছিলেন।