বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর পরেই শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। যেটি শুরু হবে আগামী ১ জুন থেকে। এদিকে, এই মেগা ইভেন্টের জন্য, প্রতিটি দেশকে ১ মে-র আগে তাদের দল ঘোষণা করতে হবে। এমন পরিস্থিতিতে এই টুর্নামেন্ট নিয়ে একাধিক ভবিষ্যদ্বাণী করছেন ক্রিকেটের বিশেষজ্ঞরা। পাশাপাশি, ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও এই বিষয়ে তাঁদের মতামত জানাচ্ছেন। সেই রেশ বজায় রেখেই T20 বিশ্বকাপ ২০২৪-এর অ্যাম্বাসেডর যুবরাজ সিং (Yuvraj Singh) এই টুর্নামেন্টে কোন চারটি দল সেমিফাইনালে পৌঁছতে পারেন সেই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন।
কি জানিয়েছেন তিনি: আগের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ছাড়াও যুবরাজ সিং ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছনোর দাবিদার হিসেবে ঘোষণা করেছেন। ইতিমধ্যেই ICC ইনস্টাগ্রামে যুবরাজ সিংয়ের একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে তাঁকে মোট ৬ টি প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। সেই সময়ে, টুর্নামেন্টের সেমি-ফাইনালিস্ট দলগুলি ছাড়াও, যুবি তাঁর ২০০৭ সালের T20 বিশ্বকাপের সেরা মুহূর্ত থেকে শুরু করে ২০২৪ সালের T20 বিশ্বকাপে ভারতের “কি প্লেয়ার” কে ও কোন খেলোয়াড় ৬ বলে ৭ টি ছক্কা মারতে পারেন এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
View this post on Instagram
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ২৬ এপ্রিল অর্থাৎ শুক্রবার ICC-র তরফে যুবরাজ সিংকে T20 বিশ্বকাপের অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়। এমতাবস্থায়, যুবরাজ বিশ্বকাপের জন্য আয়োজিত বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নেবেন। উল্লেখ্য যে, আগামী ৯ জুন আমেরিকার নিউইয়র্কে ভারত-পাকিস্তানের ম্যাচ সম্পন্ন হবে।
জানিয়ে রাখি, প্রথম T20 বিশ্বকাপে ভারতের হয়ে ঐতিহাসিক পারফরম্যান্স দেখিয়েছিলেন যুবরাজ সিং। ইংরেজ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান তিনি। যুবরাজ সিং জানান, নিউইয়র্কে ভারত-পাকিস্তানের ম্যাচটি হতে চলেছে এই বছরের সবচেয়ে স্পোর্টিং ইভেন্ট। যুবি বলেন, একটি নতুন স্টেডিয়ামে বিশ্বের সেরা খেলোয়াড়দের খেলা দেখার বিষয়টি অন্যরকম আনন্দ এনে দেবে।
এদিকে, ICC-র মার্কেটিং ও কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং জানিয়েছেন, যুবরাজকে ইভেন্টের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করার বিষয়টি অত্যন্ত সম্মানের। এই টুর্নামেন্টে এক ওভারে ছয়টি ছক্কা মেরে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। উল্লেখ্য যে, যুবরাজের আগে ক্রিস গেইল ও উসেইন বোল্টকেও এই ইভেন্টের অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়।