ভারতের পক্ষে সম্ভব নয়! বিশ্বকাপ শুরুর আগে চাঞ্চল্যকর বয়ান যুবরাজ সিংয়ের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষার আর মাত্র তিন মাস। তারপরই ভারতের মাটিতে আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। ১২ বছর পর আবার ভারতের মাটিতে কোন ওডিআই বিশ্বকাপের আসর বসতে চলেছে। শেষবার ২০১১ সালে যুবরাজ সিং-এর (Yuvraj Singh) অসাধারণ পারফরম‍্যান্স কাপ জিততে সাহায্য করেছিল ভারতীয় দলকে। তাই খুব স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকরা অত্যন্ত উত্তেজিত হয়ে আছেন নিজের প্রিয় দলকে আরো একবার ওই রকম মুহুর্তের সম্মুখীন দেখতে।

তবে ভারতীয় দল কি সত্যিই এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? ২০১১ সালের আগে অবধিও দীর্ঘদিন ভারতীয় দল এই ফরম্যাটে কোনও আইসিসি টুর্নামেন্ট জেতেনি। ভারতীয় দলের সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। কিন্তু গত তিন সংস্করণ জুড়ে ওডিআই বিশ্বকাপ সেই দেশে জিতেছে যারা আয়োজক।

এই গোটা ব্যাপারটা ভারতীয় দলকে নিয়ে সমর্থকদের আশা দেখাচ্ছে। হয়তো দেশের পরিচিত পিচ বা পরিস্থিতির সহায়তা নিয়ে ভারতীয় দলের কাছে একটা বড় অ্যাডভান্টেজ থাকছে বিশ্বকাপ ঘরে তোলার। কিন্তু অনেকেই এই ধারণার সাথে একমত হলেও ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো নায়ক যুবরাজ সিং এই ভাবনার সাথে একমত হতে পারছেন না।

২০০৭ সালে ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ভারতের দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন যুবরাজ। তার অলরাউন্ড পারফরম‍্যান্স এই টুর্নামেন্টগুলি জয়ের ক্ষেত্রে হয়ে উঠেছিল মহেন্দ্র সিংহ ধোনির হাতের তুরুপের তাস। কিন্তু সেই যুবরাজে যখন ভারতকে ফেভারিট হিসেবে দেখছেন না তখন সেই নিয়ে আশ্চর্য হওয়াটা অস্বাভাবিক নয়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে যুবরাজ সিং-কে ভারতীয় দল বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ফেভারিট কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তিনি এই ব্যাপারে নিশ্চিত নন। কারণ হিসেবে তিনি বলেছেন যে ভারতের টপ-অর্ডার নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু তিনি মনে করছেন না যে ভারতের মিডল-অর্ডার যথেষ্ট শক্তিশালী বিশ্বকাপ জয়ের জন্য। রিশভ পন্থের না থাকা একটা চিন্তার বিষয় বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে মিডল অর্ডারে যারা ব্যাটিং করবেন তাদের কাজ একমাত্র আক্রমণাত্মক ভঙ্গিতে রান করা নয়। বরং দলের বাকিদের ওপর থেকে চাপ কমিয়ে দেওয়াটাও একটা বড় ভূমিকা তাদের ক্ষেত্রে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর