পুজো মিটতেই কপাল পুড়লো, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার এই সিরিয়াল! খবর দিলেন নায়িকা নিজেই

বাংলা হান্ট ডেস্ক : বর্তমান দিনে একটা মেগা (Mega Serial) ৬ মাস চলা মানেই বিরাট ব্যাপার। কারণ প্রতিনিয়তই বদলে যাচ্ছে মানুষের পছন্দ। যে কারণে নির্মাতাদেরও নিত্যদিন কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে। রোজই নতুন নতুন গল্প এবং নতুন নতুন চরিত্র দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরাও। অনুরাগীদের সেই চাহিদার কথা মাথায় রেখেই নির্মাতারা রোজ গল্প বদলান। আর এই চক্করে বন্ধ হয়ে যাচ্ছে একাধিক জনপ্রিয় সিরিয়াল (Bengali Serial)।

দিনকয়েক আগেই জি বাংলার (Zee Bangla) ‘দাদাগিরি’কে (Dadagiri) সময় দেওয়ার জন্য ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) সময় কমিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি বদলানো হয়েছিল ‘গৌরি এলো’র (Gauri Elo) স্লট। কারণ প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানী’র (Tomader Rani) সঙ্গে পেরে উঠছিলনা এই মেগা। তাছাড়া ‘ইচ্ছে পুতুল’র ক্রমবর্ধমান জনপ্রিয়তাও ‘গৌরী এলো’র স্লট বদলের একটা কারণ বটে। কারণ এখন গৌরীর স্লটেই ম্যাজিক দেখায় মেঘ-নীল এবং ময়ূরী।

এইমুহুর্তে ‘গৌরী এলো’কে দেখানো হচ্ছে রাত্রি ১০ টার স্লটে। ওদিকে স্লট বদলেছে ‘খেলনা বাড়ি’রও (Khelna Bari)। আরাত্রিকা মাইতি এবং বিশ্বজিৎ ঘোষ অভিনীত এই মেগাকে দেখানো হচ্ছে রাত্রি সাড়ে নয়টার স্লটে। শুরুর থেকেই লাগাতার স্লট লিড করে এসেছে এই মেগা। তবে লিপ নেওয়ার পর থেকেই যেন গ্রহণ লেগেছে ‘খেলনা বাড়ি’তে। একাধিকবার স্লট বদলেও কোনও লাভ হয়নি। আর তাই এবার বন্ধই করে দেওয়া হচ্ছে এই মেগা।

আরও পড়ুন : অবশেষে সুখবর! বেড়ে গেল DA, কালীপুজোর আগেই বড় সুখবর শোনাল রাজ্য সরকার

ইতিমধ্যেই হয়ে গেল শেষ দিনের শ্যুটিং। স্বাভাবিকভাবেই শেষ দিনে আবেগঘন হয়ে পড়েছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা। উল্লেখ্য, জি বাংলায় ‘খেলনা বাড়ি’র পথচলা শুরু হয়েছিল ২০২২ সালের ১৬ মে। প্রথমটা সন্ধ্যা সাড়ে ছয়টার স্লটে দেখানো হত এই সিরিয়াল। ছোট্ট মেয়ে আরাত্রিকা তার অভিনয়ের জাদুতে সবাইকে এমন জব্দ করেছে যে মানুষ টিভি ছেড়ে উঠতেই পারতোনা। টিআরপি তালিকাতেও উপরের দিকেই থাকতো ‘খেলনা বাড়ি’র নাম।

আরও পড়ুন : ‘বাংলা ছবি দেখলে জাত চলে যায়’, হিপোক্রেসি দেখে গর্জে উঠলেন মিঠুন

 

তবে নতুন মেগা আসার সাথে সাথে বারবার বদলানো হয়েছে ‘খেলনা বাড়ি’র সময়। তবে রাত্রি দশটার স্লটে দেওয়ার পর থেকেই শুরু হয়ে যায় অবনতি। দিনের পর দিন কমতেই থাকে টিআরপি। আর এবার তো উঠল বিদায় বেলার ঘন্টা। যদিও কোন নতুন সিরিয়াল ‘খেলনা বাড়ি’র জায়গা নেবে তা এখনও স্পষ্ট নয়। টলিপাড়ার কানাঘুষা খবর, খুব শীঘ্রই দুটি নতুন সিরিয়াল লঞ্চ হতে চলেছে। তবে কোনটি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে তা এখনই স্পষ্ট নয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর