বিজেপিতে যোগ দেবেন ১১ জন বিধায়ক! তুমুল শোরগোল এই রাজ্যের রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি মহারাষ্ট্রে (Maharashtra) বহু রাজনৈতিক টালবাহানার সাক্ষী থাকে মানুষ। দলবদলের বাজারে শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে যোগ দেন বহু বিধায়ক এবং এর ফলে শিবসেনার পতন হয়। আর এবার সুদূর গোয়াতেও (Goa) দলবদলের সেই একই রকম জল্পনা সৃষ্টি হল।

সূত্র মারফত খবর মিলছে যে, গোয়ায় কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগদান করতে চলেছেন। বর্তমানে সেই সংখ্যাটি ১১ জন বলে জানা গিয়েছে। ফলে এই জল্পনা যদি সত্যি হয়, তবে গোয়ার রাজনীতিতেও কি মহারাষ্ট্রের ছোঁয়া লাগতে চলেছে, সেটাই এখন বড় প্রশ্ন।

সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি গোয়া কংগ্রেস দল একটি বৈঠক আয়োজন করে আর সেখানেই অনুপস্থিত ছিলেন দলের তিনজন বিধায়ক। ফলে তাদের দলবদলের সম্ভাবনা অত্যন্ত জোরালো হয়ে উঠেছে। যদিও বর্তমানে এই সকল জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ দেশের প্রধান বিরোধী দল। উল্লেখ্য, বর্তমানে গোয়য় এহেন রাজনৈতিক টালবাহানার মাঝেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবির সম্প্রতি একটি বক্তব্য ক্রমশ ভাইরাল হয়ে চলেছে; যেখানে তিনি দাবি করেন যে, এই বছরের শেষের দিকে বিজেপির এমএলএ সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এবং সেই সংখ্যা দাঁড়াবে ৩০-এ। ফলে তাঁর সেই বক্তব্যটি বাস্তব রূপ নিতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।

যদিও কংগ্রেস এসকল জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। কংগ্রেস নেতা মাইকেল লোবো এই প্রসঙ্গে বলেন, “আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এ সকল গুজব রটানো হচ্ছে। সামনেই বিধানসভার অধিবেশন রয়েছে আর তার আগে এগুলো বিজেপির চক্রান্ত।” রাজ্যের কংগ্রেস সভাপতি অমিত পাটকর একই মন্তব্য প্রকাশ করেন।

ggggc

তিনি বলেন, “বর্তমানে আমাদের ১১ জন বিধায়কের মধ্যে আট জনই নতুন। ফলে তাদেরকে নিয়ে আমরা একটি বৈঠক আয়োজন করি। আমাদের মধ্যে আলোচনা সফল হয়েছে এবং গোয়ার মানুষের জন্য উন্নতি সাধন করা আমাদের লক্ষ্য।” তবে উক্ত বৈঠকে তিন কংগ্রেস বিধায়কের অনুপস্থিতি যে রাজনৈতিক জল্পনার সৃষ্টি করেছে, তা বলাবাহুল্য।


Sayan Das

সম্পর্কিত খবর