ভয়াবহ অগ্নিকান্ড মহারাষ্ট্রের পালঘরের হাসপাতালে, আগুনে পুড়ে মারা গেলেন ১৩ জন করোনা রোগী

বাংলাহান্ট ডেস্কঃ ভয়াবহ অগ্নিকান্ডের সম্মুখীন হল মহারাষ্ট্রের (maharashtra) পালঘর জেলার বিরারে একটি করোনা হাসপাতাল। অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১৩ জন রোগী। জানা গিয়েছে, তাঁরা সকলেই করোনা আক্রান্ত ছিলেন। বাকিদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে গোটা দেশে। তাঁর মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে অক্সিজেন সংকট বড় আকার ধারণ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৬৭ হাজার আক্রান্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। তারউপর নাসিকের একটি হাসপাতালে দুদিন আগেই অক্সিজেন ট্যাঙ্কার লিক করে প্রাণ হারান ১৪ জন রোগী।

kbvfjbfj

নাসিকের ঘটনার পর পালঘরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে রোগীর পরিবারের লোকজন। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কঠিন শাস্তির দাবি জানিয়েছে। তবে বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় সঠিক তদন্ত করার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

সূত্রের খবর, মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারে বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের আইসিই-তে ভোর সাড়ে ৩ টে নাদাগ আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে শর্ট শার্কিটকেই আগুন লাগার কারণ হিসেবের ধারণা করা হচ্ছে।

1618531436 fire santuri

ঘটনার খবর পেয়ে দ্রুতই দমকল বিভাগে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই হাসপাতালের দোতলায় অগ্নিসংযোগে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। সেখানে ১৭ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে প্রাণ হারান ১৩ জন এবং বাকিদের অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।

Smita Hari

সম্পর্কিত খবর