বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ীই গতকাল রাতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজও বাংলার বিভিন্ন অংশে চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় ও ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে ২০ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কালবৈশাখীও হতে পারে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। আগামী দু’দিন বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার বৃষ্টিতে ভিজবে তিলোত্তমাও। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৬ মার্চে গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আজ ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো দমকা হাওয়ার বইবে। ওদিকে বাড়বে তাপমাত্রাও। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও দু’-তিন ডিগ্রি বাড়তে চলেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি জারি থাকবে বৃষ্টির দাপট। আগামী সপ্তাহ থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা।
আরও পড়ুন: প্রাথমিকের নিয়োগ নিয়ে বড় আপডেট দিল SSC, কাদের খুলছে কপাল?
উত্তরবঙ্গের আবহাওয়া: আপাতত ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। হালকা মেঘলা আকাশ থাকতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। তবে বৃষ্টিপাত হবে না। মোটের ওপর শুষ্ক থাকবে উত্তরের জেলাগুলির আবহাওয়া।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!