ভারত, আমেরিকা, ইজরায়েল এবং UAE-র নতুন টিম, চীনের ঘুম ওড়াবে দ্বিতীয় QUAD

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (china) দিক থেকে আগত নতুন সমস্যা মোকাবিলা করার জন্য একযোগে ভারত (india), আমেরিকা (america), সংযুক্ত আরব আমিরাত (uae) এবং ইজরায়েল (israel) ঝাঁপিয়ে পড়তে পারে। ইজরায়েল বিদেশ সচিব আলোন উশপিজ জানিয়েছেন, ‘এখনও অবধি QUAD থেকে কেউ আমাদের সঙ্গে কথা বলেনি। তবে আমি যে কারো সঙ্গে কথা বলতে প্রস্তুত’।

আলোন উশপিজ জানিয়েছেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যে ভারত আরও বড় ভূমিকা পালন করুক’। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তেল আবিব সফর শুরুর আগে ইজরায়েলের পররাষ্ট্রসচিব QUAD-র প্রতি আগ্রহ দেখিয়েছেন।

Alon Ushpiz Copy

জয়শঙ্করের তেল আবিব সফর শুরুর আগে উশপিজ এক সংবাদ সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমাদের দেশ ভ্যাকসিন, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং সুরক্ষায় QUAD-র সঙ্গে যুক্ত হতে চায়। এই অংশের যে কোনরকম আলোচনায় অংশ হতে চায় আমাদের দেশ। এই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলেও আমিও খুশি হব। তবে QUAD থেকে এখনও আমাদের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি’।

ইজরায়েলের নাফতালি বেনেটের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ভারতের সঙ্গে এটিই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হবে। পূর্বের সরকারের সঙ্গে ভারতের স্পম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকায় ভারত ইজরায়েলের সম্পর্ক বেশ শক্তিশালী হয়েছে। জয়শঙ্করের এই সফরগুলি ভারতের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করে তুলবে।

উশপিজ আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের নতুন পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হতে চলেছে, তা দেখতে খুবই আগ্রহী আমি। যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে ভারত কি ভূমিকা নিচ্ছে, তা দেখতে চাই। দুই দেশের মধ্যে বড় তথ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগের ক্ষেত্রে আলোচনা বাড়িয়ে তুলবে’।

Smita Hari

সম্পর্কিত খবর