কাঁড়ি কাঁড়ি টাকা, হিরে, সোনার গয়না! আয়কর হানায় উদ্ধার ৪০০ কোটি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পত্তি উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা নগদ ও বিপুল পরিমাণ সোনার গহনা। নিত্যদিন খোঁজ মিলছে আরো সম্পত্তির। এরই মধ্যে বিপুল সম্পত্তি উদ্ধার করা হলো মহারাষ্ট্র থেকেও।

আয়কর দপ্তরের সূত্রে খবর, মহারাষ্ট্রের জালনায় কিছু ব্যবসায়িক গোষ্ঠীর সাথে যুক্ত একাধিক স্থানে কর ফাঁকির জন্য অভিযানের সময় আয়কর বিভাগ প্রায় 390 কোটি টাকার “বেনামি” সম্পত্তি বা “বেহিসাবিহীন” সম্পদ বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত সম্পদের মধ্যে রয়েছে 56 কোটি টাকা নগদ এবং 32 কিলোগ্রাম সোনা, মুক্তা এবং 14 কোটি টাকা মূল্যের হিরে। অভিযানের সময় কর্মকর্তারা কিছু সম্পত্তির নথি এবং ডিজিটাল ডেটাও উদ্ধার করেছে।

সূত্রের খবর, ইস্পাত, পোশাক এবং রিয়েল এস্টেটের ব্যবসা করে এমন দুটি ব্যবসায়িক গ্রুপের সাথে যুক্ত আবাসিক এবং অফিসিয়াল চত্বরে 1 থেকে 8 আগস্টের মধ্যে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাজেয়াপ্ত নগদের সঠিক পরিমাণ গণনা করতে কর্মকর্তাদের প্রায় 13 ঘন্টা সময় লেগেছিল।

একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর ফাঁকির ব্যাপারে তথ্য মেলার পরেই আয়কর বিভাগ অনুসন্ধান অভিযানের জন্য রাজ্য জুড়ে 260 জন কর্মকর্তার সমন্বয়ে পাঁচটি দল গঠন করেছিল। এ ছাড়া 120 টিরও বেশি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X