রাজস্থান বনাম চেন্নাই ম্যাচে হল ৫ টি বিরাট রেকর্ড, রেকর্ডের বৃষ্টি ঘটালেন জাদেজা

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস। এই ম্যাচে রাজস্থান রয়্যালসকে 43 রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস সেই সঙ্গে নিজেদের দখলে নিয়েছে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট। আর এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা বেশ কিছু রেকর্ড গড়েছে। আসুন সেই সমস্ত রেকর্ড গুলি নিয়ে আলোচনা করা যাক।

1) এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের ফিল্ডার রবীন্দ্র জাদেজা চারটি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছেন। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সপ্তম নন উইকেটকিপার হিসেবে একই ম্যাচে চারটি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা। জাদেজার আগে একই ম্যাচে চাকরি করে ক্যাচ ধরেছেন শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, ডেভিড ওয়ার্নার, ডেভিড মিলার, ফ্যাফ ডুপ্লেসি, রাহুল তেহটিয়া।

   

2) একটি দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করা ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে 200 টি ম্যাচে অধিনায়কত্ব করলেন।

3) মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস 1 ম ম্যাচ পঞ্চম, 50 তম ম্যাচ, 100 তম ম্যাচ, 150 তম ম্যাচ, 200 তম ম্যাচ জিতলো। আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে একটি দলকে এই মাইলস্টোন গুলি স্পর্শ করালেন ধোনি।

IMG 20210420 092035 1

4) আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে বেস্ট স্ট্রাইক রেটে ব্যাটিং করা ক্রিকেটারদের মধ্যে শামিল হল জস বাটলারের নাম।

সুনীল নারিন: 176.6
জশ বাটলার: 155.1
ল্যাম্প: 146.1
লিন: 144.3
শেওয়াগ: 144.2

5) রাজস্থান রয়েলসের বিরুদ্ধে এটি চেন্নাই সুপার কিংস এর 15 তম ম্যাচ জয়। এর আগে দুই দল মোট 23 টি ম্যাচ খেলেছে। তার মধ্যে 14 টি ম্যাচে জয়লাভ করেছে চেন্নাই এবং রাজস্থান জয়লাভ করেছে 9 টি ম্যাচে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর