বাংলাহান্ট ডেস্কঃ একুশের মহারণের আজ অন্তিম দিন। ভাগ্য নির্ধারণ হচ্ছে দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রার্থীদের। বাংলা ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে হয়েছে ভোটগ্রহণ (Assembly Election 2021)। সকাল ৮ থেকেই শুরু হয়েছে ভোট গণনা (Election Result 2021)।
একনজরে দেখে নেব কোন রাজ্যে এগিয়ে কোন দল—
বাংলাঃ এ রাজ্যে একুশের মহাযুদ্ধে ভোটের ফলাফলে ৯৩টিতে এগিয়ে তৃণমূল। এবং প্রধান বিরোধী বিজেপি ৯২টিতে। অন্যদিকে সংযুক্ত মোর্চার শরিক দল সিপিআইএম এগিয়ে ২টি আসনে। এবং অন্যান্যরা এগিয়ে দুটি আসনে।
অসমঃ একুশের বিধানসভা নির্বাচেন অসমে ভোট গণনা শুরু হয়েছে ১২৬টি আসনে। সেখানে প্রাথমিক ট্রেন্ডে কাঁটার টক্কর হতে চেলেছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। শেষ পাওয়া খবর পর্যন্ত সেখানে এগিয়ে অনেকটাই এগিয়ে বিজেপি। ২৩টি আসনে এগিয়ে বিজেপি, ১১টিতে কংগ্রেস জোট, ৪টিতে অন্যান্যরা।
কেরালাঃ কেরালায় গণনা শুরু ১৪০টি আসনে। প্রাথমিক ট্রেন্ডে ৫২টিতে এগিয়ে LDF, ১৯টিতে UDF, একটিতে BJP এবং অন্যান্যরা ১টি আসনে। সেখানে মসনদে বসতে প্রয়োজন ৭১টি আসন।
তামিলনাড়ুঃ একুশের লড়াইয়ে তামিলনাড়ুতে ২৩৪টি আসনের প্রার্থীদের শুরু হয়েছে ভাগ্য নির্ধারণ। শেষ পাওয়া আপডেট পর্যন্ত সেখানে ৪৭টি আসনে এগিয়ে DMK, ২৩টিতে AIADMK, ১টিতে MNM । মসনদে বসতে প্রয়োজন ১১৮টি আসন।
পুদুচেরিঃ ৩০টি আসনের পুদুচেরি বিধানসভা নির্বাচনে মসনদে বসতে প্রয়োজন ১৬টি আসন। শেষ পাওয়া আপডেট পর্যন্ত সেখানে ৮টি আসিনে এগিয়ে BJP, ৩টিতে Congress।