বিচারকরাই পাচ্ছেন না ন্যায্য বিচার! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হাইকোর্টের ৭ জাস্টিস

বাংলা হান্ট ডেস্ক : বিহারে (Bihar) নাকি বিচার পাচ্ছেন না বিচারপতিরাই। বাধ্য হয়ে সুবিচারের আশায় যেতে হচ্ছে সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে বিহার সরকারের বিরুদ্ধে পাটনা হাই কোর্টের ৭ জন বিচারপতি একযোগে অভিযোগ জানালেন সর্বোচ্চ আদালতে। তাঁদের দাবি নীতিশ কুমারের সরকার জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বন্ধ করে দিয়েছে।

জানা যাচ্ছে, বিহারের অ্যাকাউন্টেন্ট জেনারেল আইন ও বিচারমন্ত্রকের পরামর্শে ওই ৭ জন বিচারপতির জেনারেল প্রভিডেন্ট ফান্ড করে দিয়েছে। এর ফলে ওই বিচারকদের পেনশন এবং অবসর গ্রহণের পরের সুযোগসুবিধা পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

   

পাটনা হাইকোর্টের ওই ৭ বিচারকের দলে রয়েছেন বিচারপতি শৈলেন্দ্র সিং, বিচারপতি অরুণ কুমার ঝা, বিচারপতি জিতেন্দ্র কুমার, বিচারপতি অলোক কুমার পান্ডে, বিচারপতি সুনিল দত্ত মিশ্র, বিচারপতি চন্দ্র প্রকাশ সিং এবং বিচারপতি চন্দ্র শেখর ঝা। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও হতবাক বিহার সরকার এহেন পদক্ষেপে।

supreme court

ওই ৭ বিচারপতি ২০১০ সালের এপ্রিল মাসে অতিরিক্ত জেলা এবং সেশন জাজ হিসাবে নিয়োগ পান। এবং এই পুরো নিয়োগ পক্রিয়াটিই সম্পন্ন হয় বিহার জুডিশিয়াল সার্ভিসের অধীনে। গতবছরই তাঁদের নিযুক্ত করা হয় হাইকোর্টের বিচারপতি হিসাবে।

জানা যাচ্ছে, ওই ৭ বিচারপতি যখন বিচারবিভাগীয় আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন তখন তাঁরা জাতীয় পেনশন স্কিমের আওতায় ছিলেন। এর পর ২০১৬ সালে বিহার সরকার নতুন পেনশন স্কিম নিয়ে। যার জেরেই সমস্যায় পড়েন ও ৭ বিচারপতি। এখন সুপ্রিম কোর্টের আদেশের দিকেই তাকিয়ে সকলে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর