খালি পায়ে আগুনের মধ্যে হাঁটা দেখতে উপচে পড়া ভিড়, মন্দিরে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের! আহত ৫০

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আবারও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা। গোয়ায় (Goa Stampede) ধর্মীয় উৎসবে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৭ জনের। আহত হয়েছেন ৫০ এরও বেশি মানুষ। শুক্রবার শিরগাওয়ে শ্রী দেবী লইরাই সংস্থান মন্দিরে তীর্থযাত্রীদের মধ্যে আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়। ওই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাত জনের। আহতদের উদ্ধার করে গোয়া মেডিকেল কলেজ এবং মাপুসার নর্থ গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ার (Goa Stampede) ধর্মীয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত ৭ জন

ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে। শ্রী লইরাই যাত্রাকে কেন্দ্র করে এদিন মন্দিরে কাতারে কাতারে তীর্থযাত্রীদের ভিড় একত্রিত হয়েছিল। ঠিক কী কারণে পদপিষ্টের (Goa Stampede) ঘটনা ঘটে তা জানা না গেলেও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ধর্মীয় উৎসব উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রীদের ভিড় জমেছিল লইরাই দেবী মন্দিরে। এই উৎসবে আগুনের মধ্যে দিয়ে খালি পায়ে হাঁটার রীতি রয়েছে। সেই দৃশ্যও দেখার জন্য ভিড় করেছিল প্রচুর মানুষ।

7 people died in goa stampede incident

কীভাবে ঘটল এমন ঘটনা: জানা যাচ্ছে, আচমকাই ভিড়ের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এক জায়গায় ঢালু থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায় অনেক মানুষ। তারপরেই ভিড়ের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। পদপিষ্ট অবস্থার সৃষ্টি হলে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে ৫০ জনেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

আরো পড়ুন : ভরা কনসার্টে মেজাজ হারিয়ে কেলেঙ্কারি, পহেলগাঁও হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অভিযোগ দায়ের সোনুর বিরুদ্ধে

ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী: স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাত মিলিয়ে স্থানীয় বাসিন্দারাও নিরাপদে অনেককে বের করে আনেন মন্দির থেকে। মুখ্যমন্ত্রী (Goa Stampede) প্রমোদ সাওয়ান্ত শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত ঘটনায় মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন : সর্বস্ব লুট, হারিয়েছেন ভিটেমাটি, টিন-সিমেন্ট নয়, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্তদের

প্রসঙ্গত, প্রতি বছরই এপ্রিল এবং মে মাস ধরে অনুষ্ঠিত হয় শ্রী লইরাই যাত্রা। মূলত দক্ষিণ গোয়াতে এই পালিত হয় ধর্মীয় উৎসব। তীর্থযাত্রা উপলক্ষে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়। বিশেষ করে আগুনের মধ্যে দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X