বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন আগেই ডিএ বৃদ্ধি (DA Hike) করেছে কেন্দ্র সরকার। আর কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্যও ডিএ বৃদ্ধি করছে। এবার সেই ডিএ বৃদ্ধির তালিকায় নাম জুড়লো লাদাখের। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে উত্তর ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের সরকারি কর্মীদের জন্য। বছর শেষে এসে ডিএ বৃদ্ধির ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা (Government Employees)।
রিপোর্ট অনুযায়ী, লাদাখের সরকারি কর্মীদেরও ডিএ বৃদ্ধি কার্যকর হবে ১ জুলাই থেকে। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই তাদেরও ডিএ জুলাই থেকে কার্যকর হবে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ মিলবে। পাশাপাশি জুলাই থেকে অক্টোবর মাসের বকেয়া ডিএ-ও পাবেন তারা।
জানিয়ে রাখি, লাদাখে ৩ শতাংশ মতো ডিএ বেড়েছে। সম্প্রতি তিন শতাংশ ডিএ বেড়েছে তাদের। এতদিন পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন লাদাখের কর্মীরা। এবারে তা বেড়ে হল ৫৩ শতাংশ। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও সম্প্রতি ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। অর্থাৎ কেন্দ্রের সমহারেই এবার ডিএ পাবেন লাদাখের কর্মচারীরা।
এদিকে শোনা যাচ্ছে জানুয়ারিতে ফের একবার ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র সরকার। এমনিতেই বছরে দুবার নিয়ম করে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। তাহলে আগামী বছরের শুরুতে ফের কেন্দ্র ডিএ বৃদ্ধি করলে সেই সময় লাদাখের সরকারি কর্মীদেরও ফের ডিএ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে কবে DA মামলার পরবর্তী শুনানি? সামনে নয়া আপডেট
কেন্দ্র ও একাধিক রাজ্য ডিএ বৃদ্ধি করলেও এখনও মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে বাংলার সরকারি কর্মীরা। ২০২৪ এও মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। বকেয়া ডিএ-র দাবিতে আদালতে চলছে মামলা। কবে সেই মামলার জট খুলবে তা জানা নেই কারও।