চালকদের গাফিলতিতে ঈদে প্রান হারালেন ৯ জন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চালকদের গাফিলতি এবং বেপরোয়া গতির কারণে ঈদে সিরাজগঞ্জের মহাসড়কে ঘটে গেলে দুর্ঘটনা। প্রাণ হারালেন ৯ জন।

একইদিনে সিরাজগঞ্জ মহাসড়কের কয়েকটি পয়েন্টে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো জন দুর্ঘটনায় প্রায় ৪৫ জন আহত হয়েছে। বাসে থাকা যাত্রীদের অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন। অথবা কোন আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় ঈদের দিন সকালে ও দুপুর আড়াইটার দিকে পরপর দুটি বাস দুর্ঘটনা ঘটে। বাসগুলি মূলত নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঈদের পরের দিন একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় দুর্ঘটনা গুলিতে সব মিলিয়ে প্রাণ হারায় ৯ জন। আহত বহু।

X