বাংলা হান্ট ডেস্ক: ১১ বছরের লাভলি ও ১২ বছরের আলির এখন সেলিব্রেটি। সোশ্যাল মিডিয়ায় কে যে কিভাবে ‘ভাইরাল’ হয়ে যায় তা বোঝা সত্যিই দুষ্কর। যেমন এদের কথাই ধরুন। কলকাতার বন্দর এলাকার এই দুই ক্ষুদে বাসিন্দা আজ বুধবার একটি ভিডিওর দৌলতে রীতিমতো সেলিব্রিটি।
কিন্তু কী আছে সেই ভিডিওতে? সেই ভিডিওয় তাদের জিমন্যাস্টিকে হতবাক নেটিজেনরা। তাদের সমারসল্ট, কার্টহুইল ও সাইড ফ্লিপ না দেখলে বিশ্বাস করা কঠিন।
দু’জনেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের। লাভলির মা রেশমি একটি দরজির দোকান চালান। আর বাবা তাজ খান ড্রাইভার। পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। আলির বাবা-মা চা পাতার গুদামে দৈনিক মজুরিতে কাজ করেন। এই পরিবারের সদস্য ৬ জন। দুই পরিবারই বাস করে বস্তির টিনের ঘরে। রান্নার গ্যাস সিলিন্ডার কেনার ক্ষমতাও তাদের নেই।
এত প্রতিকূলতার মধ্যেও ভবিষ্যতে জিমন্যাস্টিকে দেশের জন্য সোনার পদক জয় ও অন্য বাচ্চাদের জিমন্যাস্টিক শেখাতে চায় আলি। সেরকম লাভলিও স্বপ্ন দেখে দেশের জন্য পদক আনার।