চাঁদে যাওয়া পাকিস্তানের নাগালের বাইরে, তাইতো টুইটারে বারবার দেখা যাচ্ছে তাদের আর্তনাদ!

 

অমিত সরকার: সমালোচনায় যদি কোন দেশ আগে থাকে তবে প্রথম সেই দেশের নাম পাকিস্তান। নাসা ইউরোপ-আমেরিকা সহ বিভিন্ন দেশ যখন চন্দ্রযান-এর প্রশংসায় পঞ্চমুখ। এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানাচ্ছে তখন আবার একধাপ এগিয়ে পাকিস্তান শোনাচ্ছে তাদের না পারার শোকের ব্যঞ্জনা।

চাঁদে হার্ড ল্যান্ডিং এর জন্য বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপন হয়নি ISRO । সবচেয়ে কম খরচে চন্দ্র অভিযান চালানো জন্য সারা বিশ্ব ISRO বিজ্ঞানীদের এই প্রচেষ্টাকে তারিফ করছেন ।

IMG 20190912 WA0000 1

আবার , অন্যদিকে পাকিস্তানের বীণা মালিক কটুক্তি চালিয়ে যাচ্ছে সোশাল মিডিয়ায় । কিছুদিন আগে টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন , “উপস…ভারতকে বোকা বানালো চাঁদ। ইন্ডিয়া ফেলড..চন্দ্রযান 2” ।

লিখেছেন, “ভারত বরং টয়লেট তৈরি করুক…বেচারা ভারতীয়রা।” বীণার আরও মন্তব্য়…”ভারতীয়রা চাঁদে ঢোকার অনুমতি পেল না।”

সম্পর্কিত খবর