‘গলি বয়’ লড়বে এবার অস্কার দৌড়ে

বাংলা হান্ট ডেস্ক: ৯২ তম অ্যাকাডেমি পুরস্কারে এবার ভারতের পক্ষ থেকে নির্বাচিত হতে পারে পরিচালক জোয়া আখতার এবং আলিয়া-রণবীর সিংয়ের ছবি ‘গলি বয়’ ৷ মুম্বইয়ের এক র‍্যাপারের স্ট্রাগল ও স্বপ্নপূরণের গল্পকে পর্দায় নিয়ে এসেছিলেন পরিচালক জোয়া ৷ বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল এই ছবি ৷ রণবীরের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন গোটা বলিউড ৷ সেই ছবিকেই এবার ভারতের পক্ষ থেকে পাঠানো হল অস্কারের দৌড়ে ৷ সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে জায়গা করে নেওয়ার দৌড়েই এবার অস্কার ‘গলি বয়’ ৷

গত বছর রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’ ছবিটিকে বেছে নেওয়া হয়েছিল ৷ তবে অস্কারের দৌড়ে শেষ অবধি টিকে থাকতে পারেনি সেই ছবি ৷ এবার রণবীরের ‘গলিবয়’-এর পালা ৷ ‘গলি বয়’-এর অস্কারের দৌড় নিয়ে ট্যুইটও করেছেন ফারহান আখতার ৷ জানিয়েছেন শুভেচ্ছাও ৷

https://twitter.com/FarOutAkhtar/status/1175381596985102336?s=19

জানা যাচ্ছে, ‘গলি বয়’ ছাড়াও ‘বধাই হো’, ‘অন্ধাধুন’ এর মতো ছবিও মনোনয়নের তালিকায় ছিল। এছাড়াও এই তালিকায় ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’, গুজরাতি ‘চল জীভি লাইয়ে’র মতো ছবি। শেষপর্যন্ত ‘গলি বয়’কে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়া হয়।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘গলি বয়’। ছবিটি বক্স অফিসে ২০০কোটি টাকারো বেশি ব্যবসা করে।

সম্পর্কিত খবর