বাংলা হান্ট ডেস্ক: সৌরজগতে রহস্যের শেষ নেই। আমাদের এই নক্ষত্র মণ্ডলে র পরতে পরতে রয়ছে কত না জানা রহস্য। এই রহস্য মণ্ডলের মধ্যেই আমাদের পড়শী গ্রহ মঙ্গল নিয়ে পৃথিবী বাসি রহস্য উন্মোচনের চেষ্টায় ব্রতী। এই গ্রহের অজানা সব রহস্য সন্ধান নিয়ে পৃথিবীবাসীর নানান রকম কৌতুহল।এই গ্রহের নাকি পাওয়া যেতে পারে জীবনের অস্তিত্ব! আর সেই নিয়েই চলছে নানারকম গবেষণা। লাল গ্রহে কি রয়েছে জীবনের অস্তিত্ব,এই জল্পনা বহুদিনের। বহু বার বহু বিজ্ঞানী সংস্থা এই প্রশ্নের উত্তর খুঁজতে পা রেখেছে মঙ্গলে।
এবার এই জল্পনায় ঘৃতাহুতি দিয়ে বিষয় টিকে উস্কে দিয়েই এবার প্রকাশ্যে এল একটি ছবি৷ছবি দেখে সেখানে প্রাণের সন্ধানের বিষয় আরো দৃঢ় বিশ্বাসী হয় পৃথিবীবাসী। ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গল-পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে একটি বিষাক্ত কাঁকড়া৷ তবে, এই ছবি নিয়ে দ্বিমত তৈরি হয়েছে৷ একদলের দাবি, এই ছবিটি ১৯৭৯ সালের কোনও একটি চলচ্চিত্র থেকে নেওয়া৷ এটা ফিকশনাল। ফলেই তারা বিষয়টি বিশ্বাস করতেও প্রস্তুত নয়। কিন্তু, ছবির তথ্যাদি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ছবিটি নাসা প্রেরিত রোবটের ক্যামেরায় তোলা৷এই বছরেরই জুলাই মাসে এই ছবিটি তোলা হয়েছিল বলে দাবি৷ যদিও, এই বিষয়ে নাসার কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ অনেকেই এটিকে কেবলই চোখের ভুল বলে মন্তব্য করেছেন৷ মঙ্গলে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার জন্য নাসা পাঠিয়েছে তাদের মঙ্গলযান কিউরিওসেটি রোভারকে৷ আর তার মাঝেই এই ছবি উস্কে দিল নয়া জল্পনা৷সত্যিই কি তবে আলাদা কোনো জগৎ আছে মঙ্গলের বুকে? তৈরি হচ্ছে জল্পনা।