রবিবার তিরুঅনন্তপুরে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দেন তরুণ অলরউন্ডার শিবম দুবেকে অর্থাৎ এই ম্যাচে বিরাটের আগে ব্যাটিং করতে আসেন শিবম দুবে। আর সুযোগ পেয়েই সেই সুযোগ কাজে লাগালেন শিবম দুবে।
দুর্দান্ত ব্যাটিং করেন শিবম দুবে মাত্র 30 বলে 54 রানের ইনিংস খেলেন তিনি, দেখে মনে হচ্ছিল যেন যুবরাজ সিং ব্যাটিং করছেন। কারণ শিবম দুবের শরীরের গঠন এবং ছয় মারার ধরণ অনেকটাই যুবরাজ সিং এর সাথে মিলে যাচ্ছিল। যুবরাজ সিং যেমন লম্বা লম্বা ছয় মারেন ঠিক তেমনি এইদিন শিবম দুবের ব্যাট থেকেও এল তেমন বেশ কয়েকটা ছক্কা।
আর তারপর থেকেই স্যোসাল মিডিয়া জুড়ে চর্চা তুঙ্গে। স্যোসাল মিডিয়া জুড়ে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে একটাই আলোচনা তাহলে কি ভারত ফের এক যুবরাজ সিং পেতে চলেছে ভারতীয় ক্রিকেট। যদিও প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ছিলেন বাঁহাতি স্পিনার কিন্তু শিবম দুবে ডান হাতি মিডিয়ায় পেসার।
মুম্বাইয়ের এই ডানহাতি অলরাউন্ডার আইপিএলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হয়ে খেলেন। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন শিবম দুবে। কার্যত বড় শট খেলার জন্যই বিখ্যাত শিবম। রঞ্জি ট্রফিতে একবার শিবম দুবে পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে নজির গড়েছিলেন।