আবহাওয়া খবর: আজও অব্যাহত শীতের দাপট, শৈত্যপ্রবাহ বইতে পারে রাজ্যের একাধিক জেলায়

বাংলা হান্ট ডেস্ক :  চলতি সপ্তাহের শুরুতেই একেবারে দাপট দিয়ে ব্যাটিং শুরু করেছে শীত। ডিসেম্বরের শুরুতে শীতের আমেজ দেখা দিলেও মাঝে পশ্চিমি ঝঞ্ঝা বঙ্গে শীতের বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারপরেই এবার একেবারে ছক্কা হাঁকিয়ে শীত বঙ্গে ঢুকতে শুরু করেছে। বুধবার থেকে তো একেবারে এক ধাক্কায় পারদ নেমেছে অনেকটাই। বৃহস্পতিবার থেকে শহর কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু শনিবার থেকে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। হঠাত্ করে একধাক্কায় এতটা বেশি ঠান্ডা বোধহয় বঙ্গবাসী মোটেও আশা করেনি।

শীতের ফুরফুরে মেজাজে ঘুরু ঘুরু মন। তবে ঠান্ডা থাকলেও কিন্তু ঝলমলে রোদ্দুর তাই তো বেশ আমেজ রয়েছে। কিন্তু শনিবার সকালে যেভাবে কুয়াশার দাপট ছিল তাতে তো চারিদিক অন্ধকার। একেবারে ধোঁয়াশার অবস্থা হয়েছিল। তবে এখনই যে শেষ নয় কারণ এই ঠান্ডার দাপট বজায় থাকবে আরও বেশ কয়েকদিন। এমনটাই বলছে হাওয়া অফিস। শনিবার সকালে কুয়াশার জেরে অন্যান্য দিনের তুলনায় একটু হলেও তাপমাত্রা বেশি ছিল।winter12 2

সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ বঙ্গের পাশাপাশি শীতের দৌড় উত্তরবঙ্গেও রয়েছে। তাই তো শিলিগুড়ি সহ পার্বত্য এলাকাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম।  পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও রাঁচি সহ অন্যান্য রাজ্যে পাঁচ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রয়েছে ঠান্ডা। তবে একদিকে শীতে যেমন সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

কারণ ভোরের বেলা বাইরে বেরনই দায়। কিন্তু অপরদিকে আবার ব্যবসায়ীরা কিন্তু লাভের মুখ দেখছে শীত পড়ার কারণে। শীতের পোশাকের বিক্রি বাটা বেশ ভালোই শুরু হয়েছে। এমনকি শীতের কারণে বঙ্গের বিভিন্ন পর্যটন স্থানগুলিতেও ভিড় লক্ষ্যনীয়।  তবে শীত পড়ায় কিন্তু শীতপ্রেমীদের কাছে কিন্তু দারুন খবর বলা যায়।

তবে শীতপ্রেমী ছাড়াও চাষীদের জন্যও দারুন খবর। কাৎণ শীত না পড়ার কারণে এতদিন অবধি শীতকালীন ফসলে চাষে সমস্যা দেখা দিয়েছিল। বাজারে শীতকালীন ফসল আমদানি কমে যাওয়ায় দামও বেড়ে গিয়েছিল অনেকটাই। কিন্তু এবার নাগালের মধ্যে আসবে।

সম্পর্কিত খবর