বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে নতুন নতুন আতঙ্ক তৈরি হচ্ছে। যা নিয়ে মানুষের ধোঁয়াশা এখনও অবধি অব্যাহত। আসলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার এনআরসি ও নাগরিকত্ব আইন নিয়ে যেভাবে নিজস্ব মতামত পোষণ করছেন তা নিয়েই যত ধন্ধের উত্পত্তি।
তাই এ বার সংসদে দাঁড়িয়ে এক জন বলছেন এআরসি হবে অথচ প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলেছেন এনআরসি হবে না তাই মিথ্যা কথা বলার জন্য অমিত শাহকে পদত্যাগ করতে হবে, এই দাবিতে সাংবাদিক বৈঠক থেকে 8 জানুয়ারি বনধ ডাক দিল কংগ্রেস।এদিন সাংবাদিক বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বিজেপি বিরোধী মন্তব্য করেন।
শুক্রবার বাম ও কংগ্রেসের যৌথ মিছিলে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন অবধি পা মিলিয়ে একই সুর তুলেছেন বামেদের শীর্ষ নেতৃত্বও। তাই তো এ দিন সাংবাদিক বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, নাগরিকদের ভোট কেন্দ্রে সরকার তৈরি হয়েছে তাই যদি এখন নাগরিক না হয় তা হলে এই সরকার অবৈধ সরকার, একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবৈধ সরকার হয়ে মানুষকে নির্দেশ দেওয়ার অধিকার নেই বলেও দাবি করেন।
পাশাপাশি যে ভাবে প্রধানমন্ত্রীর প্রথম জমানা থেকে এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে মানুষের মধ্যে দ্বিচারিতা তৈরি করেছেন তা আসলে ভয়ের সঞ্চার করছে এমনটাও বলেন সোমেন মিত্র।অন্যদিকে একই সুর শোনা গিয়েছে রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের গলায়, বিজেপি এন আর সি এন পি আর ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েই গেম খেলছে বলে মন্তব্য করেন তিনি।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…