নতুন বছরের শুরুতেই ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে শুধুমাত্র একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। জানুয়ারি মাসের 14 তারিখ থেকে শুরু হবে এই সিরিজ কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তার আগেই বিরাট কোহলিদের সতর্কবার্তা দিয়ে রাখলেন। সৌরভ গাঙ্গুলী জানালেন আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ রয়েছে সেই সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে।
71 বছরের খরা কাটিয়ে 2018-19 সালে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে এক অনবদ্য নজির গড়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে সেই সময় অস্ট্রেলিয়া দলে ছিলেন না স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার জন্য সেই সময় সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন স্মিথ এবং ওয়ার্নার। কিন্তু এবার 2020 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর এই টেস্ট সিরিজের জন্যই বিরাট কোহলির ভারতীয় দলকে সাবধান করলেন দাদা।
এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলী বলেন যে 2018-19 সালে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাঠে হারালেও সেই সময় যে অস্ট্রেলিয়া দল ততটা শক্তিশালী ছিল সেটা ভালোভাবেই জানেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বল টেম্পারিং কাণ্ডের জন্য নির্বাচিত ছিলেন স্মিথ এবং ওয়ার্নার। তাই আগামী বছর ভারতের যে অস্ট্রেলিয়া সফরে রয়েছে সেই সফর ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন দাদা। সেই সাথে তিনি মনে করেন যে এই ভারতীয় দলও অস্ট্রেলিয়ার মাটিতে যথেষ্ট ভয়ঙ্কর হতে চলেছে কারণ এই মুহূর্তে ভারত অধিনায়ক বিরাট রয়েছেন দারুন ফর্মে, সেই সাথে দলে রয়েছে টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা এবং ভয়ঙ্কর মারকুটে ওপেনার রোহিত শর্মা। তাই দাদা মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব।