দঙ্গল গার্ল জায়রা ওয়াসিম মোদি সরকারকে বললেন, যেটা আমরা চাইনা, তাকে অপছন্দ করার অনুমতি কেন দেওয়া হয়না ?

এবার জম্মু কাশ্মীর প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। ঈইদিন তিনি প্রশ্ন করেন কেন যখন-তখন কাশ্মীরের মানুষদের মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করে দেওয়া হয়? কেন এত কড়াকড়ি কাশ্মীরের লোকজনদের ওপর। এএইদন তিনি তার ইন্সটাগ্রাম অ্যাকাউণ্টে ক্ষোভ প্রকাশ করে বলেন তার রাগের কথা। তিনি এর আগেও অনেক বিষয় নিয়ে একাধিকবার প্রতিবাদে সরব হয়েছেন ।

সোশ্যাল মিডিয়ায় তিনি এর আগেও অনেক কিছু নিয়ে নানা কথা বলেছেন ।তিনি তার ইন্সটাগ্রাম আ্যাকাঊণ্টে বলেন “আমরা কী চাইছি কিংবা আমাদের দৃষ্টিভঙ্গির নেপথ্যে কী কারণ রয়েছে, সেসব না দেখে কেন আমাদের দৃষ্টিভঙ্গিকেই শুধু তীব্র নিন্দা করা হচ্ছে? দিনের পর দিন এসব দেখে কাশ্মীরিরা স্বাভাবিক জীবনযাপন করা ভুলে গিয়েছে। এমনকী সম্প্রীতির ভাবনাও তাঁদের মধ্যে থেকে চলে যাচ্ছে! কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? এরকম হাজারও প্রশ্নের উত্তর আজও অধরা। আর এসব উত্তর না পেয়েই আমরা কাশ্মীরবাসীরা ধীরে ধীরে নিরাশ হয়ে পড়ছি।

AZ2

 

সরকার আমাদের সমস্যাগুলো না শুনে, আমাদের যাবতীয় জিজ্ঞাস্য না মিটিয়েই নিজেরা নিজেদের মতো করে নিয়ম চাপিয়ে যাচ্ছে!” প্রসঙ্গত কাশ্মীরে মোদি সরকারের ৩৭০ ধারা প্রয়োগের পর থেকে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়েছে। ব্যহত হয়েছে ইন্টারনেট পরিষেবাও। বিগত কয়েক মাস ধরে এই খারাপ অবস্থা দেখা দিলেও, এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

তবে এখনও ভূস্বর্গের বেশ কিছু জায়গায় কার্ফু জারি হয়েছে। আর এরপরেও নিশ্চিত করে বলা যায় না যে আবার নতুন করে কোন অশান্তি শুরু হবে না। তাই সেই নিয়ে বেশ বিচলিত এই অভিনেত্রী। তিনি তার দুঃখ এবং রাগের মাধ্যমেই জনগনের মধ্যে এই বার্তা দিতে চেয়েছেন যে এখনো কাশ্মীরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়। কিছুদিন আগেই তিনি হিন্দি ছবিকে বিদায় জানিয়েছেন কিন্তু এর বেশ কয়েকদিন পরেই আবার কাশ্মীর প্রসঙ্গে গর্জে ওঠেন জায়রা।

সম্পর্কিত খবর