সারা বিশ্বে ঘনীভূত করোনার ছায়া, ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে বিশেষ পুজো কর্ণাটকের মন্দিরে

বাংলাহান্ট ডেস্ক:  চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ১০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আড়াই লাখেরও বেশি আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী মেইনল্যান্ড চায়নায় এখনও পর্যন্ত ১১১৩ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। কেউই জানেন না কোথায় গিয়ে থামবে এই মৃত্যুমিছিল।

images 54

গোটা বিশ্বের চিকিৎসক ও বিজ্ঞানীরা যেখানে দিনরাত এক করে পরিশ্রম করছেন করোনার টীকা আবিষ্কার করার জন্য সেখানেই কর্ণাটকে শুরু হয়েছে আরেক কাণ্ড। পুজো করে করোনা দূর করার চেষ্টায় রয়েছেন সেখানকার মানুষজন।

কর্ণাটকের দূর্গা পরমেশ্বরী ও শানেশ্বরা মন্দিরে পুরোহিতরা বিশেষ পুজোর আয়োজন করেছেন করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য।

fb 5e439cf94642c

যশবন্ত শাস্ত্রী নামে এক পুরোহিত বলেন, “বিশ্বকে করোনা ও H1N1 ভাইরাস ও রোগের হাত থেকে বাঁচাবার জন্য শুক্রবার একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়।”

তিনি আরও জানান, তাঁদের পূর্বপুরুষরাও বিশেষ পুজোর মাধ্যমেই বিশ্বকে বাঁচাতেন ভাইরাসের আক্রমণ থেকে। প্রসঙ্গত, WHOএর তথ্য অনুযায়ী সারা বিশ্বে এখনও পর্যন্ত ৪৫০০০এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। সারা বিশ্বেই জরুরি অবস্থা জারি করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন।

Fan Coronavirus

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মেইনল্যান্ড চায়নায় ১১১৩ জন মারা গিয়েছেন করোনা ভাইরাসে। আক্রান্তের সংখ্যা ৪৪৬৫৩। হংকংয়ে ৪৯ জন আক্রান্তের মধ্যে মারা গিয়েছেন একজন। জাপানে আক্রান্তের সংখ্যা ২০৩, থাইল্যান্ডে ৩৩ ও সিঙ্গাপুরে ৪৭। ভারতে এখনও পর্যন্ত ৩ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কেরলে ৩৪৪৭ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর