বড় খবরঃ অনুমতি দিলেন কেজরীবাল! এবার কানহাইয়া কুমারের বিরুদ্ধে চলবে দেশদ্রোহ এর মামলা

বাংলা হান্ট ডেস্কঃ জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ছাত্র সঙ্ঘের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) সমেত দুটি অন্য ছাত্রের উপর ভারত বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে দেশদ্রোহ এর মামলা চলার অনুমতি দিল কেজরীবাল (Arvind Kejriwal) সরকার। শুক্রবার দিল্লী সরকারের অভিযোজন বিভাগ কানহাইয়া কুমারের মামলায় শুনানির জন্য মঞ্জুরি দিল।

দিল্লী পুলিশ ২০১৬ সালে এই মামলায় কানহাইয়া কুমারের সাথে জেএনইউ এর প্রাক্তন ছাত্র উমর খালিদ আর অনির্বাণ ভট্টাচার্য এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল।

পুলিশ জানিয়েছিল যে, অভিযুক্তরা ৯ ফেব্রুয়ারি ২০১৬ সালে জেএন ইউ এর ক্যাম্পাসে একটি কার্যক্রমে জুলুস বের করেছিল আর সেখানে দেশ বিরোধী স্লোগানকে সমর্থন করেছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর