দেখে নিন এই গরমে কেমন করে বানাবেন ঠান্ডা ঠান্ডা আমপোড়া শরবত 

 

বাংলা হান্ট ডেস্কঃদেখে নিন গরমে কেমন করে বানাবেন ঠান্ডা ঠান্ডা আমপোড়া শরবত

উপকরণঃ

২ টো কাঁচা আম

চিনি পরিমাণ মত

বিট লবণ এক চিমটি

২ কাঁচা লঙ্কা

১ চামচ পুদিনা বাটা ও পরিমাণ মত ঠাণ্ডা জল ওবরফ কুচি।

IMG 20200315 220339 1

প্রণালী

আম পুড়িয়ে নিন। যাতে কাঁচা আমের ভিতরটা নরম হয়ে যায়।

পোড়া আমের খোসা ছড়িয়ে নিন।

ভাল করে মিহি করে বেটে নিন।

তার পর সব কিছু জুসারে ভাল করে গ্রাইন্ড করে নিন।

বরফ কুচি এবং ঠাণ্ডা জল দিতে ভুলবেন না…। চিনি এবং স্বাদ দেখে নিন।। যদি কিছুর প্রয়োজন হয় তবে তা দিন…।

প্রতি গ্লাসে একটি করে পুদিনা পাতা দিয়ে শরবতের একটা গ্লামার বাড়িয়ে দিতে পারেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর