গত বছরের ডিসেম্বরের থেকে প্রোকোপ বেড়েছে করোনা ভাইরাসের , আর এই কয়েক মাসের মধ্যে তা অতিমারির চেহারা নিয়েছে। স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হতে বসেছে। আর এর প্রভাবে বন্ধ হয়েছে সিনেমা হল, খেলা, অনেক শপিং মল। বিগত কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে গেছে মন্দির। ভারতে ইতিমধ্যে এই রোগ জাকিয়ে বসেছে। আর করোনার প্রভাব বেশি পড়েছে ইরান, ইতালি এবং ব্রিটেনে। আর চীন যেন ইতিমধ্যেই মৃত্যু শহড়ে পরিনত হয়েছে।করোনার ভাইরাস প্রতিরোধের জন্য শ্রীনগরের সমস্ত পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলা জেলা প্রশাসক এ বিষয়ে একটি আদেশ জারি করেছেন। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।ভারতে এই মারণরোগ সংক্রমক আটকাতে স্বাস্থ্য ভবন থেকে সাধারণ মানুষকে ৪ ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, জম্মু জেলা প্রশাসন রোববার ছুটি, মল, জিম, সুইমিং পুল এবং ক্লাবগুলিতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার পরে রেস্তোঁরা, বার, ফুড কোর্ট, ফুড স্টল এবং রাস্তার পাশের খাওয়া বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে ভারত (India) সরকার আক্রান্ত দেশগুলো থেকে এই দেশের নাগরিকদের বিমান মারফত ফিরিরে আনছেন। শুধুমাত্র ভারতীয় নাগরিক নয়, তাঁর সাথে বিদেশের নাগরিকদের ফিরিয়ে আনছেন।৩১ মার্চ পর্যন্ত বন্ধ রয়েছে। জম্মু ছাড়াও উধমপুরে অবস্থান-বিক্ষোভ-সম্মেলনও ৩১ শে মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এই সময়কালে ধর্মীয় অনুষ্ঠান, কমিউনিটি বিল্ডিং এবং পাবলিক প্লেসে ল্যাঙ্গার, ভান্ডার এবং চারজনের বেশি লোকের উপস্থিতি সহ অনুষ্ঠান করতে পারবেন না।ইতোমধ্যে পুঞ্চ, কাতরা ও রিয়াসিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্দেহভাজন রোগীকে রাজোরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জম্মু জেলা জেলা প্রশাসক সুষমা চৌহান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ এর ৩৪ ধারা অনুসারে একটি আদেশ জারি করেছেন, রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, বিমানবন্দর ও পরিবহন পরিষেবা কেন্দ্র বাদে কোথাও চার বা ততোধিক লোকের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে।