বাংলাহান্ট ডেস্কঃ ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ দেখা দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে সুর্যি মামা তাঁর রোদের ঝলকানি দিলেও, বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর (Weather office)। হালকা গরম পড়লেও বৃষ্টিপাতের সম্ভাবনা জানান দিল আবহাওয়াবিদরা। গোটা রাজ্য (West bengal) জুড়েই থাকবে মেঘলা আকাশ। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি আসছে বেশ তোড়জোড় করেই।
আজকে কলকাতা (Kolkata) তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভ্যাপসা গরম না পড়লেও, কিছুটা ঠাণ্ডা আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করার জন্য যেটা প্রয়োজন, তা হল গরম আবহাওয়া। তাপমাত্রার পারদ যত চড়বে, ততই রোগ জীবনু দ্রুত নির্মূল হবে। কিন্তু এই পরিস্থিতিতে আবহাওয়ার যেভাবে উন্নতির খবর দিতে পারছে না হাওয়া অফিস। শহর কলকাতা ভাসবে এখন বর্ষায়, সেই খবরই বারবার জানান দিচ্ছে তারা।
আবার আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি।এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷
শহর কলকাতার (Kolkata) তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস।বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।
করোনা আতঙ্কে আতঙ্কিত সব রাজ্য। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও অবধি ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৫০ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। করোনা থাবা বসিয়েছে কলকাতাতেও। ইংল্যান্ড ফেরত দুই তরুণের দেহে পাওয়া গেছে এই রোগের জীবাণু। তাঁদের পরিবারের লোকদেরও রাখা হয়েছে কোয়ারেন্টিনে। বিশেষজ্ঞদের মতে বাতাসে উষ্ণতার পরিমাণ বেশি থাকলে এই রোগের প্রভাব বিস্তার ঘটতে পারবে না। তবে কয়েকদিন আবহাওয়া (Weather) উত্তপ্ত থাকলেও আজ কিন্তু তাপমাত্রার পারদ নামবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।