করোনা মোকাবিলায় সাহায্য করলেন হৃত্বিক রোশন ও প্রভাস

এবার করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও বাহুবলী তারকা প্রভাস। এর আগে রজনীকান্ত, কপিল শর্মা, মহেশ বাবু অনেকেই সাহায্য করেছেন। আর এবার হৃত্বিক এবং প্রভাস এগিয়ে এলেন। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন।

আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। বাড়িতে থেকে সবাইকে সুস্থ আর সচেতন থাকার নিদান দিয়েছেন।আর এসবের মধ্যে প্রধানমন্ত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই। আনন্দ মাহিন্দ্রা এবং মুকেশ অম্বানী এর আগে সাহায্য করার কথা ঘোষণা করেছেন।

corona 1 1

হৃত্বিক নিজে টুইট করে জানিয়েছেন, “তিনি করোনা মোকাবিলায় BMC (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন)র পাশে রয়েছেন। BMC-র কর্মী ও কেয়ারটেকারদের সুরক্ষার্থে N95 এবং FFP3 মাস্ক যোগান দেওয়ার দায়িত্ব নিয়েছেন”। আরও একটি টুইটে হৃত্বিক লিখেছেন, মহারাষ্ট্র সরকারের পাশে থাকতে পেরে তিনি খুব খুশী। আর এসবের মধ্যে তিনি জানান ২০ লক্ষ্য টাকার আর্থিক সাহায্য তিনি দেবেন। আর যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করবেন বলে জানিয়েছে। এসবের মধ্যে প্রভাস ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আর সব মিলিয়ে এখন এভাবেই ভারতের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই বিষয়ে সবাই বেশ অবাক হয়েছেন। পাশাপাশি মানবিকতার অন্য রূপ তাদের কাছে প্রকাশ পেয়েছে। আর ভারতে এই পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেই চেষ্টায় আছে সবাই।

ad

সম্পর্কিত খবর