শুক্রবার ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর কাছে এই বিশেষ আবেদন জানিয়েছেন। আগামী রবিবার ৫ তারিখ সবাই মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে অন্তত ৫ মিনিট থাকার অনুরোধ করেছেন।কিন্তু এই প্রসঙ্গে রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত টুইট করে ব্যঙ্গ করে বলেন “মানুষকে তালি দেওয়ার কথা বলা হলে তারা রাস্তায় জড়ো হয়ে ঢাক ঢোল পিটিয়েছিল।এখন আমি আশা করি তারা নিজের বাড়ি উড়িয়ে দেবে না”।
৫ এপ্রিল, আমাদের ১৩০ কোটি দেশবাসীর পরাশক্তি জাগ্রত করতে হবে।প্রধানমন্ত্রী জানান ঘরের দরজায় বা বারান্দায় ঘরের সমস্ত আলো বন্ধ করুন, দাঁড়িয়ে থাকার সময়, অন্তত ৯ মিনিটের জন্য একটি মোমবাতি, প্রদীপ, টর্চলাইট বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বাল জ্বালিয়ে সংহতি বজায় রাখতে বলেন।
বলিউডে অভিনেতা অভিনেত্রীরাও অনেকেই এই প্রদীপ জ্বালানোর বিষয়টি সমর্থন করেছে।পরিচালক বিবেক অগ্নিহত্রি টুইটার এ লিখেছেন- “পাগলরা প্রধানমন্ত্রীকে ট্রোলিং শুরু করার আগে, আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী মোদী ভারতের সেরা নেতা। তারা জানেন যে কীভাবে ভারতীয়দের আবেগময় এবং আধ্যাত্মিকভাবে নেতৃত্ব দেওয়া যায়। অন্য কোন উপায় নেই”। প্রধানমন্ত্রীর এই বার্তা দেশের মানুষের কাছে সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হওয়ার কথা।
কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই এই নিয়ে ঠাট্টা করছেন। আবার তাপসি পান্নু টুইট করেছেন এবং লিখেছেন-” নতুন কাজ task ইয়ে ইয়ে ইয়ে” !!! আবার পরিচালক বিবেক অগ্নিহোত্রি