শেষবার বাঙালী হিসাবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। ফের একজন বাঙালি ভারতীয় ফুটবল ফেডারেশন এর হট সিটে বসতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর আইএফএ সভাপতি সুব্রত দত্ত বসতে চলেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি থাকাকালীন 2008 সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় প্রফুল্ল প্যাটেলের হাতে। ভারতীয় ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী এই বছরই প্রফুল্ল প্যাটেলের বারো বছর সভাপতি থাকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে ভারতীয় ফুটবল ফেডারেশন এর নিয়ম অনুযায়ী সভাপতি পদে আর থাকতে পারবেন না তিনি। এমন পরিস্থিতি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদের জন্য নাম উঠে আসছে এআইএফএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং লীগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্তের নাম।
ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে এই বছরের ডিসেম্বর মাস থেকে আগামী বছরের মার্চ মাস এই সময়টার মধ্যে সভাপতি পদের জন্য নির্বাচন হবে। যদিও এই মুহূর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার মতো কেউ নেই, যদি এমন পরিস্থিতি চলতে থাকে তাহলে প্রফুল্ল প্যাটেলের পর ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে বসছেন আরেক বাঙ্গালী ফুটবল প্রশাসক সুব্রত দত্ত।