আইএসএল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোচ এবং ফুটবলারদের বেতন না মেটানোর মারাত্মক অভিযোগ উঠলো।

এবার আইএসএল ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠলো প্রাপ্তন কোচ এবং বিদেশি ফুটবলারদের বকেয়া বেতন না দেওয়ার। এবার আইএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ এফসির বেশ কয়েক জন ফুটবলার বকেয়া বেতনের দাবি নিয়ে ফেডারেশনের দারুস্ত হয়েছেন।

হায়দ্রাবাদ এফসির ফুটবলাররা ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছেন যে নতুন বছরে তারা কোন রকম বেতন পাননি। হায়দ্রাবাদের প্রাক্তন কোচ ফিল ব্রাউন নিজে এই এই বিষয়ে ফেডারেশনকে আলাদা করে চিঠিও দিয়েছেন। তিনি ফেডারেশনকে চিঠিতে জানিয়েছেন যে আমার বকেয়া বেতন এখনো পর্যন্ত দেয়নি হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এফসি তাদের শেষ ম্যাচটি খেলেছিল 20 ই এপ্রিল, তারপর থেকে এখনও পর্যন্ত দু’মাস কেটে গিয়েছে কিন্তু হায়দ্রাবাদের বেশ কয়েকজন ফুটবলার এখনো পর্যন্ত তাদের বেতন হাতে পাননি।

114145852e4749a18530a4baf232b1ef28f53f050a45497e0006ec22f0172b6025d000d97

একদিকে করোনা ভাইরাসের জন্য বিশ্বজুড়ে সমস্ত মানুষের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে, অপরদিকে সঠিক সময়ে নিজেদের বেতন এখনো পর্যন্ত পাননি। সেই কারণে এক প্রকার বাধ্য হয়েই হায়দ্রাবাদ এফসির ফুটবলাররা তাদের বকেয়া বেতনের দাবিতে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ফেডারেশনকে চিঠি দিলেন। হায়দ্রাবাদ এফসি ফুটবলার এবং কোচের কাছে এই অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসেছে ফেডারেশন। ফেডারেশনের তরফে হায়দরাবাদ এফসিকে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক সময়ে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে হায়দ্রাবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ফেডারেশন।

Udayan Biswas

সম্পর্কিত খবর