বুদ্ধ পূর্ণিমাতে করোনা যোদ্ধাদের কুর্নিশ পিএম নরেন্দ্র মোদির,

বাংলাহান্ট ডেস্কঃ বুদ্ধ পূর্নিমায় ভারত (india) সহ বিশ্বের করোনা যোদ্ধাদের ( corona warrior) কুর্নিশ জানালেন নরেন্দ্র মোদি ( narendra modi)। প্রতিদিনের বেড়ে চলা করোনা সংক্রমণকে রুখতে যে সকল যোদ্ধা সামনে থেকে লড়াই করছেন, ‘তারা প্রত্যেকেই আমাদের শ্রদ্ধার পাত্র’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

narendra Modi 3

ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৯০২, মৃত্যু হয়েছে ১৭৮৩ জনের। গতকাল নতুন করে আক্রান্ত ৩৬০০। যা ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। শুধু মাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১৬,৭৫৮ জন। এই কঠিন পরিস্থিতিতে দেশবাসীকে একত্রে হয়ে লড়াই করবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে করোনার বিরুদ্ধে লড়তে হবে। যাঁরা রোগীর সেবাযত্ন করছেন, চিকিত্সা করছেন, তাঁদের শ্রদ্ধা করা উচিত। এই পরিস্থিতিতেও যারা দিনরাত এক করে দেশের রাস্তাঘাট পরিষ্কার করছেন, আইনশৃঙ্খলা বজায় রাখছেন, গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছেন- তাঁরা প্রত্যেকেই শ্রদ্ধার পাত্র। ভগবান বুদ্ধ এই শিক্ষা দিয়েছেন।

তিনি বলেন, “গোটা বিশ্বের সব স্বাস্থ্যকর্মীদের জন্য প্রার্থনা করুন। তাঁরা প্রত্যেকে যেন সুস্থ থাকে।”  তিনি আরও বলেন, “বুদ্ধ হলেন সাধনা ও আত্মোপলব্ধির প্রতীক। আমাদের প্রত্যেককেই তাঁর দেখানো পথে চলা উচিত। আমরা মানবজাতির হয়ে লড়াই করছি এবং করে চলব।” পাশাপাশি তিনি আরো বলেন, গোটা বিশ্ব এই সময়ে ভারতের কাছ থেকে সাহায্য চাইছে, ভারত তার সাধ্যমতো তাদের সাহায্য পৌঁছে দেবে।


সম্পর্কিত খবর