ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার জানিয়েছেন আসিসিতেও দাদাগিরি করার মত সমস্ত রকম ক্ষমতা এবং দক্ষতা মজুদ রয়েছে বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মধ্যে। উনি মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আইসিসিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য ব্যাক্তি।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন ক্রিকেট প্রশাসক হিসাবে কাজ করে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি ক্রিকেটার হিসেবে ঠিক যেমন দক্ষতা দেখিয়েছেন প্রশাসক হিসেবেও ঠিক তেমন দক্ষতার সাথে কাজ করে চলেছেন। দীর্ঘদিন বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশনের দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী। দায়িত্ব নিয়েই বাংলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবেও দাদা দারুন কাজ করছেন এমনটাই জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার।
ডেভিড গাওয়ার জানিয়েছেন বিশ্বের অন্যতম শক্তিশালী এবং ধোনি ক্রিকেট বোর্ড হল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই বিসিসিআইকে খুব সুন্দরভাবে পরিচালনা করছেন সৌরভ গাঙ্গুলী। ভারতবর্ষের অধিকাংশ মানুষ ক্রিকেট পাগল আর সেই কারণে বিসিসিআইকে পরিচালনা করা মোটেও সহজ কাজ নয়। আর এই কঠিন কাজকে সহজ করে তুলেছে সৌরভ গাঙ্গুলী। সেইসাথে তিনি জানিয়েছেন সৌরভ গাঙ্গুলির পরিচালনার দক্ষতা এবং সুন্দর পরামর্শ দেওয়া দক্ষতা রয়েছে। সেই কারণে উনার মতে আগামী দিনে সৌরভ গাঙ্গুলী আইসিসির দায়িত্বেও আসতে পারেন এবং তিনি জানিয়েছেন আইসিসির প্রেসিডেন্ট হওয়ার সমস্ত রকম যোগ্যতা রয়েছে সৌরভ গাঙ্গুলীর মধ্যে।