অঙ্গে শুধুই ছোট বাথরোব, ভেতর থেকে উঁকি দিচ্ছে কালো অন্তর্বাস, ‘হট’ অবতারে ভাইরাল নেহা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনে প্রতিটা দিনই গ্ল্যামারাস। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নায়ক বা নায়িকার ছবি উঠে আসে সংবাদ শিরোনামে। আর বলা বাহুল্য চোখের পলকে সেগুলো হয়ে যায় ভাইরাল। এমনই একজন অভিনেত্রী হলেন নেহা শর্মা (Neha Sharma)। এখন খুব একটা ছবিতে দেখা না গেলেও নেটদুনিয়ায় রীতিমতো জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নানান ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।


নিজের ইনস্টা হ্যান্ডেলে মাঝেই মাঝেই নানা ছবি শেয়ার করেন নেহা। সেই সব ‘হট’ ছবি দেখে রাতের ঘুম ছুটে যায় নেটিজেনদের। তুমুল ভাইরালও হয় সেই সব ছবি। সম্প্রতি আরও একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/B_tuM5hg00X/?igshid=1widw81j6890m

https://www.instagram.com/p/B_SUSI3HZ9L/?igshid=9tqxiumy01lo

নতুন ফটোশুট করেছেন নেহা। ছবিতে দেখা যাচ্ছে কালো বাথরোব পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ভেতর থেকে উঁকি মারছে কালো লেসের অন্তর্বাস। ভিন্ন ভিন্ন পোজে তিনটি ছবি তুলেছেন অভিনেত্রী। বলা বাহুল‍্য প্রতিটি ছবিই ভাইরাল নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/B-tYXXfAk_J/?igshid=ha5x2ghxi3zu

https://www.instagram.com/p/CAUvYTZg1Bo/?igshid=1blu4byh8dv0a

বেশ কিছুদিন ধরেই একের পর এক ফটোশুটের ছবি শেয়ার করছেন নেহা। গৃহবন্দি থাকায় নতুন কোনও ফটোশুট করতে পারছেন না অভিনেত্রী। তাই পুরোনো ছবিই আবারও অনুরাগীদের জন‍্য পোস্ট করছেন তিনি। প্রচুর মানুষ শেয়ারও করেছেন নেহার ছবি।

https://www.instagram.com/p/CAaNywQg1Bn/?igshid=izj3p1c08wpl

https://www.instagram.com/p/CAehyS9AiiQ/?igshid=gut0bfszahva

প্রসঙ্গত, শেষবার তানহাজি ছবিতে দেখা গিয়েছে দেখা গিয়েছে নেহা শর্মাকে। তবে এখন করোনা ভাইরাসের জন্য বন্ধ রয়েছে সব ছবির শুটিং। আইসোলেশনে রয়েছেন সব তারকারা।

X