বাংলাহান্ট ডেস্ক : করোনা(corona) ভাইরাসের প্রভাবে সারা দেশ এখন বিপর্যস্ত। এখনো পর্যন্ত এই রোগের ভ্যাকসিন আবিষ্কার হয়নি। মানুষ নিরাময় হলেও অনেক মানুষ এখনো এই রোগের প্রকোপ থেকে বাঁচতে পারেন নি। তবে করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচানোর জন্য এখন সবাই গৃহবন্দী। কিন্তু নিজের অজান্তেই ঘরেও আসতে পারে করোনা ভাইরাস। তাই ঘর পরিষ্কার রাখার প্রয়োজন।
করোনামুক্ত রাখতে পরিষ্কার রাখতে হবে ঘরবাড়ি
ঘরে থাকা সোফা, বিছানা এবং দৈনিক ব্যবহার করার জিনিসগুলি রোজ সাফ করা প্রয়োজন। তাই প্রয়োজন হলেও সপ্তাহে দুই তিন দিনে করে বিছানার চাদর বদলাতে হবে। আর বালিশের কভার বদলাতে হবে। আর সোফা আর আলমারি এসব ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার রাখতে হবে। গরমে এমনিতেই ঘরে ধুলো জমে তাই সাফ করার জন্য ঘর মুছতে হবে প্রয়োজনে ফিনাইল এবং এন্টিজার্ম কোনো জিনিস ব্যবহার করতে হবে। যাতে কোনোরকমই করোনা না ছড়ায়। পাশাপাশি মনে রাখতে হবে করোনা থেকে রেহাই পাওয়ার জন্য দোকানে থেকে জিনিস এনে সেগুলো পরিষ্কার করতে হবে। পাশাপাশি সেই জিনিস গুলো জীবাণুমুক্ত করার পর হাত ধুয়ে জামা বদলে নিতে হবে।