ছোট ব্যাবসায়ীদের জন্য বড়ো উপহার: MSME কে দেওয়া হল ২০ হাজার কোটি টাকার প্যাকেজ

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠক করে। এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দেশের মধ্যে প্রথম MSME খাতে ২০ হাজার কোটি টাকা ঘোষনা করেছে বিজেপি সরকার

Modi smiling20190523165134

নগর আবাসন মন্ত্রক একটি বিশেষ ক্ষুদ্র ঋণ প্রকল্প এর ঘোষনা করেছে। ছোট ছোট দোকান বা রাস্তার বিক্রেতারা এই প্রকল্পে ঋণ পাবেন। দীর্ঘকাল স্থায়ী এই ঋণের সুবিধা পাবেন 50 লক্ষাধিক দোকানদার।

এছাড়া সারা দেশে ছয় মিলিয়নেরও বেশি এমএসএমই রয়েছে। করোনভাইরাস মহামারীর পরে, প্রধানমন্ত্রী এই খাতের গুরুত্ব বিবেচনা করে এমএসএমইগুলির জন্য বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন। 20,000 কোটি টাকার একটি প্যাকেজ এমএসএমইদের জন্য অনুমোদন হয়েছে।

এর আগে, দেশের ৫০ লাখ ফুটপাথ ব্যবসায়ীদের জন্য ১০ হাজার টাকা করে লোনের ব্যবস্থা করেছে বলে জানিয়েছে মোদি সরকার। এছাড়াও ডিজিটাল পেমেন্টেও উৎসাহী করা হবে বিক্রেতাদের।

সম্পর্কিত খবর