বাংলা হান্ট ডেস্কঃ দুদিন আগেই বিজেপির (BJP) যুব নেতা হওয়ার দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। আর দুদিনের মধ্যে তৃণমূলকে (All India Trinamool Congress) বড়সড় ধাক্কাও দিয়ে দিলেন। আজ বিজেপির রাজ্য অফিসে দলের বর্তমান যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ এবং প্রাক্তন যুব মোর্চার প্রেসিডেন্ট দেবজিত সরকারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের যুব নেতা।
বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পঞ্চায়েত সমিতির মেম্বার স্বরূপ ঘোষ আজ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপির রাজ্য সদর দফতরে বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ এর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি।
বাঁকুড়ায় দাপুটে নেতা বলে পরিচিত স্বরুপ ঘোষের দলত্যাগের ফলে কার্যত ব্যাকফুটে তৃণমূল। লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বিজেপির হাত ধরেছিলেন সৌমিত্র খাঁ। এরপর লোকসভা ভোটে বিষ্ণুপুর থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে সংসদে যান সৌমিত্র খাঁ।
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন এই সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে প্রতিটি ইস্যুতে সরব হওয়া আর ওনার তুখর রাজনীতি অভিজ্ঞতার জন্য ওনাকে দলের যুব মোর্চার সভাপতির দায়িত্ব দেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আর এবার সেই দায়িত্ব কাঁধে নিয়ে তৃণমূলকে ভাঙতে কোমর বেঁধে মাঠে নামলেন সৌমিত্র খাঁ।