সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে এবার ভারতীয় রেলে হামলা করল চীন! জারি হল অ্যালার্ট

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) চীন (China) সংঘর্ষের পর দেশের সুরক্ষা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (IB) ভারতীয় রেল (Indian Railways) মন্ত্রালয়কে একটি বিশেষ অ্যালার্ট পাঠিয়েছে। ওই অ্যালার্টে উল্লেখ করা হয়েছে যে, কিছু চাইনিজ হ্যাকার রেলওয়ের সিস্টেমকে প্রভাবিত করার জন্য আর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা বিভাগের এই অ্যালার্টের পর রেল মন্ত্রালয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রেলওয়ের সতর্কতা বিভাগের আধিকারিকরা এই বিষয়ে সম্পূর্ণ অ্যালার্ট হয়ে গেছে।

কিছু চাইনিজ হ্যাকার রেলওয়ের সতর্কতা বিভাগের কয়েকজ বড় আধিকারিকের কম্পিউটার হ্যাক করা আর সেখান থেকে তথ্য চুরি করার চেষ্টা চালিয়েছিল। চীনের হ্যাকাররা ডেটা চুরি করতে একটি বিশেষ প্রকারের ভাইরাসের ব্যবহার করছে, যার নাম APT36 দেওয়া হয়েছে।

এই ঘটনার কথা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত সাইবার সেল জানতে পারে। এরপর সঠিক সময়ে এই তথ্য রেলওয়ে মন্ত্রালয়ের কাছে পেশ করে গোয়েন্দা বিভাগ। তাঁরা নিজেদের রিপোর্টে এই কথাও জানায় যে, কোন কোন কর্মচারী আর আধিকারিকদের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার চেষ্টা চালিয়েছিল চীন।

এই মামলাকে গম্ভীর ভাবে নিয়ে আধিকারিকদের কম্পিউটারকে APT36 মুক্ত করানো হচ্ছে। গোয়েন্দা সংস্থার সুত্র অনুযায়ী, চীনের হ্যাকাররা সেই সমস্ত ট্রেনের সম্পূর্ণ তথ্য আর টাইমিং জানতে চাইছে যেগুলো আপাতত সামরিক দিক থেকে ভারতের কাজে লাগছে। বর্ডারে যেসমস্ত ট্রেনে করে জওয়ানরা যাচ্ছেন আর ডিফেন্সের অস্ত্র সমেত নানান সামগ্রী যাচ্ছে, সেই ট্রন গুলোর ব্যপারে জানতে চাইছে চীন।

Koushik Dutta

সম্পর্কিত খবর