বাংলাহান্ট ডেস্কঃ দু’মাস বাদেই ছিল চার হাত এক করার কথা, মনে ছিল নতুন সংসার বাঁধার স্বপ্ন। এক নতুন জীবনে পা রাখতে চলেছিল সিআরপিএফে (CRPF) কর্মরত এক বাঙালি জওয়ান৷ কিন্তু সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। জম্মু কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় শহিদ হলেন তিনি। নাম শ্যামল কুমার দে (Shyamal Kumar Dey) (২৭)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং-এর সিংপুর (Singapore of Sabang in West Midnapore) গ্রামে।
https://twitter.com/crpfindia/status/1276448011850153984?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1276448011850153984%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.khabor24x7.com%2Fnews%2Fnational%2Fcrpf-constable-from-bengal-dies-in-terror-attack-in-j-ks-anantnag-18012%2F
সংবাদসংস্থা সূত্র মারফত জানা গিয়েছে, এদিন, জম্মু কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফ জওয়ানদের ওপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। সেই সময় জওয়ানরা হাইওয়েতে পাহারারত ছিলেন।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ দক্ষিণ কাশ্মীরে অনন্তনাগ জেলার বিজবেহরা অঞ্চলে পাদশাবহি বাগ সেতুর কাছে টহল দিচ্ছিল সিআরপিএফ-এর ৯০ ব্যাটালিয়নের জওয়ানরা। সেই সময় আচমকাই বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।
ওই হামলায় গুরুতর আহত হন শ্যামল-সহ আরও ২ সিআরপিএফ জওয়ান ও এক ৯ বছরের বালক। পরে হাসপাতালে নিয়ে গেলে শ্যামল ও ৯ বছরের বালকের মৃত্যু হয়। বালকের বাড়ি কুলগামে।এরইমধ্যে পুলওয়ামায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ওই ৩ জঙ্গি। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
শহিদ জওয়ানের পরিবার সূত্রে খবর, মাস দু’ য়েক পরেই শ্যামলের বিয়ে ছিল। তিনিই ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। বিয়ে উপলক্ষে নতুন বাড়ি তৈরির কাজ চলছিল। নির্মাণ সামগ্রী কেনার বিষয়ে কথা বলার জন্য এ দিন বেলা বারোটা নাগাদ শ্যামলকে ফোন করেন তাঁর বাবা। কিন্তু বার দু’ য়েক চেষ্টা করেও ছেলেকে ফোনে পাননি তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সিআরপিএফ-এর তরফে ফোন করে শহিদ জওয়ানের বাবাকে তাঁর ছেলের মৃত্যু সংবাদ দেওয়া হয়।
জওয়ানের শহিদের খবর পেয়ে এদিন তাঁর বাড়িতে যান তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া এবং সবং-এর বিধায়ক গীতা ভুঁইয়া। পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের কর্তারাও শহিদ জওয়ানের বাড়িতে যান। সম্ভবত শনিবারই শহিদ জওয়ানের দেহ তাঁর বাড়িতে নিয়ে আসা হবে। মানসবাবু জানান, শহিদ জওয়ানের জন্য গোটা সবংবাসী গর্বিত৷ সরকার এবং দলের তরফে শহিদ জওয়ানের পরিবারের পাশে থাকা হবে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।