বাংলাহান্ট ডেস্কঃ রাত পোহালেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সেই শুভ সময়ের আগে নিজেই শেষ সময়ের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন। আগামী কাল অযোধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে রাম মন্দিরের ভূমি পূজনের অনুষ্ঠান। সমগ্র ভারতবাসী সেই অনুষ্ঠানের অপেক্ষায় অপেক্ষারত।
ঐতিহাসিক এবং সংবেদনশীল মুহূর্ত
৫০০ বছরের তপস্যার ফল পেতে চলেছে হিন্দুরা। অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে নির্মিত হবে বহু প্রতিক্ষিত রাম মন্দির। এই শুভ মুহূর্তের প্রাক্কালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, ‘ভূমি পূজনের দিনটা আমাদের কাছে এক ঐতিহাসিক এবং সংবেদনশীল মুহূর্ত। এক নতুন ভারতের শুভ সূচনা হতে চলেছে’।
প্রস্তুতি দেখতে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ
শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি বললেন, ‘৫ ই আগস্ট আমাদের কাছে একটি অত্যন্ত গৌরবের দিন। তাই বিশেষ দিনের অনুষ্ঠানের পূর্বে আয়োজন খতিয়ে দেখতে আমি এখান এসেছি। সেইসঙ্গে মান্য করা হবে করোনা সতর্কীকরণও। তবে আমি বলব এদিন অনুষ্ঠানে শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিরাই উপস্থিত থাকুন’।
বাড়িতে থেকেই অনুষ্ঠান পালন করুন
বর্তমান সময়ের করোনা বিধি নিষেধ মান্য করে মাত্র ২০০ জনকে নিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করা হবে। তাই তিনি ১৩৫ কোটি দেশবাসীর উদ্দ্যেশ্যে বললেন, ‘আমি জানি অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন। কিন্তু এই সংকটের পরিস্থিতিতে শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিরাই আসুন। বাকিরা বাড়িতে থেকে প্রদীপ জ্বালিয়ে, রামায়ণ পাঠ করে এবং সর্বোপরি টিভিতে এই অনুষ্ঠান দেখে আনন্দে কাটান’।