দীর্ঘকায় এক সাপের সাথে দুই ফুটের বেজির রুদ্ধশ্বাস লড়াই, ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সাপ আর বেজির (Mongoose and Snake) দুর্দান্ত লড়াইয়ের ভিডিও ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায়। আমরা ছোট বেলা থেকেই সাপ আর বেজির কাহিনী শুনে এসেছি। এই ভিডিওয় এক ছোট বেজি দীর্ঘকায় একটি সাপকে হাওয়ায় লাফ দিয়ে গাছ থেকে নীচে ফেলে দেয়। শুধু তাই নয়, দুই ফুটের এই বেজি নিজের থেকে তিনগুন বড় সাপকে মুখে করে জঙ্গলে নিয়ে চলে যায়। স্বাভাবিক কথা, এসব শোনার পর আপনার মনে প্রশ্ন জাগবেই যে, কি করে সম্ভব হল এটা?

কিন্তু ভুললে চলবে না যে, এই বিশ্বে এরকম অনেক কিছু হয়ে চলেছে … আর কোনও কিছুই অসম্ভব না। সাপ আর বেজির এই লড়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিওকে ট্যুইটার ইউজার @wnashik_Forest শেয়ার করেছে। এই ভিডিওতে দেখা জাচ্ছে যে, একটি সাপ গাছের ডালে খোশমেজাজে চলছিল, আর তখনই সামনে থেকে একটি বেজি লাফ দিয়ে সাপকে মুখে করে নীচে পড়ে যায়। দেখুন সেই ভাইরাল ভিডিও …

সাপ ও বেজির চিরকালের শত্রুতা। প্রকৃতিতে খাদ্য খাদকের সম্পর্ক যুক্ত এই দুই প্রাণীর লড়াইয়ের কথা শোনা যায়। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই এই লড়াই দেখেছে। বেজির খাদ্যতালিকায় রয়েছে সাপ, মানুষ সহ অন্যান্য বড় প্রাণীরা যখন বিষাক্ত সাপ কে এড়িয়েই চলে তখন বেজি অবলীলায় শিকার করে সাপের। সেই শিকারের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওটি সম্ভবত কোনো বনাঞ্চলের। ২৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য রাস্তায় তুমুল লড়াইয়ে মেতেছে এক সাপ ও বেজি। খাদ্য ও খাদকের এই লড়াই দেখতে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েন পথ চলতি মানুষরাও। বেজিটি প্রথম থেকেই চেষ্টা চালায় সাপটির ফনাটিকে বাগে আনতে। কিন্তু জীবন বাঁচানোর তাগিদে সাপটিও ফনা তুলে পাল্টা আক্রমন করতে যায়। বেশ কিছুক্ষণ তুমুল লড়াইয়ের পর বেজিটি জিতে যায়। এবং শিকার নিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন,  ভারতীয় বন আধিকারিক ডক্টর আব্দুল কুয়াম। তিনি ক্যাপশনে লিখেছেন,  ‘এটি একেবারে স্বাভাবিক।  আমি খুশি যে কোনও ক্রুসেডার কোনও প্রজাতিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েনি।  এটি যোগ্যতমের বেঁচে থাকা যা প্রকৃতিতে বিরাজ করে’। ভিডিও পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা। কমেন্ট বক্সে অবশ্য নেটাগরিকরা গাড়ি না চালানোর জন্য ধন্যবাদ দিয়েছে পথ চলতি মানুষদের।


Koushik Dutta

সম্পর্কিত খবর