হল না দিল্লির জয়ের হ্যাটট্রিক, IPL-এ প্রথম জয় তুলে নিল হায়দ্রাবাদ

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) একাদশ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস (DC) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। এই ম্যাচ জিতে এবারের আইপিএলে জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল দিল্লির কাছে। অপরদিকে পরপর দুটি ম্যাচ হেরে এই ম্যাচ জিততে মরিয়া হয়ে উঠেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।

এইদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন হায়দ্রাবাদের দুই ওপেনার। যদিও এইদিন ব্যাট হাতে ব্যর্থ হন মনীশ পান্ডে, তবে এবার আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা কেন উইলিয়ামসন দুর্দান্ত ব্যাটিং করেন। 26 বলে 41 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। নির্ধারিত 20 ওভার শেষে 162 রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ।

7162483425c4bf3e77c6a192ff43270c2a49619b3c6e91ea3f38521874261320c350a5f2

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 147 রানে শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। দিল্লিকে 15 রানে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় তুলে নিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রাশিদ খান, তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও 2 টি উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ভুবনেশ্বর কুমার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর