বাংলাহান্ট ডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূল বরাবর একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা করেছিল আবহাওয়া দফতর (Weather office)। এই নিম্নচাপের জেরেই বাংলার দুই প্রান্তে সপ্তাহান্তে ভারী বৃষ্টির আভাস দিয়েছিল আবহায়াবিদরা। এবার এই নিম্নচাপের কারণেই আগামী ৩-৪ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।
আজকের আবহাওয়া
বিগত কয়েকদিন ধরে আবহাওয়ার বিশেষ একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সকালের দিকে সামান্য রোদেলা আবার কখনও মেঘলা আকাশ থাকলেও, মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে মানুষজনকে। তবে তা কিন্তু স্থায়ী হচ্ছে না।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে মাঝে মধ্যে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতে বৃষ্টি অপেক্ষা মেঘের পরিমাণ বেশি থাকবে। তবে তাপমাত্রাও কমেছে বেশ কিছুটা।
মৌসম ভবন সূত্রের খবর, বিগত ৬১ বছরে হিসাব করে দেখা গেছে দেশে পরপর দু’বছর বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের থেকে বেশি। এবছর অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুটা বৃষ্টির পরিমাণ বেড়েছে। তবে গোটা দেশে বৃষ্টির পরিমাণ বাড়েনি। বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বেড়েছে এই বৃষ্টির পরিমাণ।
আরও জানা গিয়েছে, এবছর আরব সাগর এবং পশ্চিম ভারতে লাগাতার নিম্নচাপ তৈরি হওয়ার ফলে তাঁর প্রভাব পড়েছে পশ্চিম ভারতের উপর। বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। তবে বাংলার দক্ষিণে এর প্রভাব খুব একটা না পড়লেও, বাংলার উত্তরে এই দারুণ প্রভাব পড়েছিল। বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি হওয়ার জোগাড় হয়েছিল।