বাংলাহান্ট ডেস্কঃ সময় যত এগিয়ে আসছে ততই দলীয় বৈঠোক জোরদার হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee) দলীয় কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং-এ অংশ নিচ্ছেন। দলীয় কর্মীদের কাজ ভাগ করে দেওয়ার পাশাপাশি আবার আক্রমণ করছেন দলত্যাগকারীদেরও।
মমতা ব্যানার্জীর কথায় কেঁদে ফেললেন সুব্রত বক্সি
শুক্রবারের এরকমই দলের একটি গরমাগরম সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কথায় কেঁদে ফেললেন দলের রাজ্য সভাপতি তথা বর্ষীয়ান নেতা সুব্রত বক্সি (Subrata Bakshi)। তারপরই আবার সুব্রত বক্সিকে নিজেই সান্ত্বনা দিলেন মমতা ব্যানার্জী।
মমতা ব্যানার্জীর বক্তব্য
এদিনের সভায় কিছুটা মেজাজের সসুরে মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘আমরা এই জায়গাটা কেউ কেউ কেড়ে নিতে চাইছে। কিন্তু আমি বেঁচে থাকতে তো তা আর সম্ভব নয়। আমার মৃত্যুর পরই একমাত্র সম্ভব। তাই তারা আমার মৃত্যু কামনা করছে। কিন্তু দেখুন মৃত্যু তো আর আমার হাতে নেই, তা রয়েছে স্বয়ং ঈশ্বরের হাতে’।
কেঁদে ফেললেন নেতা
মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর মুখ থেকে এমন কথা শুনে নিজেকে আর সামলে রাখতে পারলেন না সুব্রত বক্সি। হাউহাউ করে কেঁদে ফেললেন তিনি। এরপর নিজের ভাষণ দেওয়ার সময় কান্না ভেজা গলায় বললেন, ‘আমরা কেউ আপনার মৃত্যু কামনা করি না। আপনি শতায়ু হোন। আপনার নেতৃত্বে বাংলা অনেক ভালো আছে। আমরা আপনার পাশে থেকেই এই লড়াই চালিয়ে যাব। আপনিও তো আমাদের পথের দিশারী, আপনি কখনই এমন কথা বললেন না’।
সান্ত্বনা দিলেন মুখ্যমন্ত্রী
দলীয় এক বর্ষীয়ান মন্ত্রীকে এভাবে ভেঙ্গে পড়তে দেখে সাময়িকভাবে থমকে যান মমতা ব্যানার্জীও। তারপরই সুব্রত বক্সির দিকে জলের গ্লাস এগিয়ে দিয়ে বললেন, আপনি শান্ত হোন আগে। একদমই কাদবেন না এভাবে’।