বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা-নগর বাস্তবায়নে প্রদর্শনের বিষয়ে প্রথম পুরস্কার পেল উত্তরপ্রদেশ (uttarpradesh)। পাশাপাশি কেন্দ্রীয় সরকার, গৃহায়ণ ও নগর বিষয়ক মন্ত্রণালয়, নগর পঞ্চায়েত মালিহাবাদ লখনউ হয়েছে প্রথম, দ্বিতীয় স্থানে রয়েছে সন্ত কবিরনগর এবং মির্জাপুর তৃতীয় স্থান পেয়েছে।
ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) এই পুরস্কার তুলে দেন উত্তরপ্রদেশকে। একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশের ছটি শহর অত্যাধুনিক লাইট হাউস প্রকল্পের সূচনা করলেন। সেগুলি হল- উত্তরপ্রদেশের লখনউ, মধ্যপ্রদেশের ইন্দোর, গুজরাটের রাজকোট, তামিলনাডুর চেন্নাই, ঝাড়খণ্ডের রাঁচি, ত্রিপুরার আগরতলা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা-নগর বাস্তবায়নের বিষয়ে প্রথম পুরস্কার দেওয়ার বিষয়ে আবেগান্বিত হয়ে উত্তরপ্রদেশের নগর উন্নয়নমন্ত্রী আশুতোষ টন্ডন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দক্ষ নির্দেশনার কারণে কেন্দ্রীয় পরিকল্পনাগুলি বাস্তবায়নের ক্ষেত্রে উত্তর প্রদেশ ধারাবাহিকভাবে শীর্ষে অবস্থান করছে।
তিনি আরও বলেন, কেন্দ্রের সমস্ত প্রকল্পগুলি এখানে সঠিক সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। যার ফলে জনগণও সেইসমস্ত প্রকল্পের সুবিধা সঠিকভাবে পাচ্ছে। আমি সকল রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী আদিত্যনাথের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
নগর উন্নয়নমন্ত্রী জানিয়েছিলেন যে লাইট হাউস প্রকল্পের আওতায় আগামী বছরের মধ্যে লখনউয়ের ১০৪০ জন দরিদ্র মানুষ প্রায় ৪১৫ বর্গফুট আয়তনের একটি করে ফ্ল্যাট পাবেন। এই বাড়িগুলোর ক্ষেত্রে সিংহভাগ খরচ দিচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। বাকি যা প্রয়োজন হবে, তা বাড়ির মালিককে দিতে হবে। শীঘ্রই কাজ শুরু করা হবেও জানা গিয়েছে।