বাংলাহান্ট ডেস্কঃ এবার এটিএম কার্ডের (ATM Card) মাধ্যমে মোবাইল বিল, ওটিটি সাবস্ক্রিপশন (OTT Subscription) জমা দেওয়ার ক্ষত্রে সমস্যার মুখে পড়তে চলেছে কার্ডধারীরা। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (RBI) তরফে জারি হয়েছে নয়া নির্দেশিকা। যার ফলে আগামীকাল অর্থাৎ ১ এপ্রিল থেকে লাগু হতে চলেছে আরবিআই এর নয়া বিধি। নির্দেশিকা অনুসারে যদি তা সত্যিই চালু হয়, তাহলে মোবাইল বিল, ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল নিউজপেপারের সাবস্ক্রিপশন জমা দেওয়ার ক্ষেত্রে বাঁধার মুখে পড়তে চলেছেন কার্ডধারীরা।
জানা যাচ্ছে, এক্ষেত্রে ১ এপ্রিল থেকে স্বয়ংক্রিয় পেমেন্ট (AutoPay) গুলি ব্যাহত হতে পারে। আরবিআই এর নয়া নির্দেশিকায় বলা হয়েছে ক্রেডিট, ডেবিট ও মোবাইল ওয়ালেটের মতো প্রিপেড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অটো ডেবিট লেনদেনের বিষয়ে ২০১৯ এর ডিসেম্বরে জারি করা একটি নির্দেশিকা কার্যকর করার সময় এসেছে। উপরিউক্ত অটো ডেবিট লেনদেনের বিষয়ে সেই সময় এএফএ চালু করার কথা জানানো হয়েছিল। সেই মত নয়া এই নির্দেশিকা (New Guideline) অনুসারে এবার প্রিপেড পেমেন্ট সিস্টেমের পরিবর্তে অটো ডেবিট সিস্টেম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
যা কার্যকর হলে, মোবাইল বিল, ওটিটি প্লাটফর্ম, ডিজিটাল নিউজপেপার সাবস্ক্রিপশনের মত একাধিক বিষয়ে এই অটো ডেবিটের জন্য সংযুক্ত ব্যাংকের তরফে ওই সমস্ত গ্রাহকদের মোবাইলে একটি নোটিস পাঠানো হবে। গ্রাহকরা যদি তাতে সাড়া দেয়, তাহালে পেমেন্টের বিষয়টি চালু হয়ে যাবে। তবে ৫০০০ এর উপর যদি কোনও অটো পেমেন্ট হয়ে থাকে, তাহলে তার জন্য ব্যাংকের তরফে একটি ওটিপি-ও পাঠানো হবে।
ওয়াকিবহল মহল অবশ্য সমস্ত প্রক্রিয়াটিকে ইতিবাচক ও নেতিবাচক উভয় দৃষ্টিকোণেই দেখছে। তাঁদের মত, যদি এই প্রক্রিয়া কার্যকর হয় তাহলে নেতিবাচক দিক হল, একাধিক বড় ব্যাংক এখনও পর্যন্ত এই প্রক্রিয়ার জন্য নিজেদের প্রস্তুত করেনি। যদি ১ এপ্রিল থেকে এই প্রক্রিয়া কার্যকর হয় , তাহলে শুরুতেই অটো ডেবিট পেমেন্ট সিস্টেম মুখ থুবড়ে পড়ার আশঙ্কা। তবে ইতিবাচক দিক হল,ইউপিআই (UPI)-এর অটোপে সিস্টেম ব্যবহারের মাধ্যমে এই জাতীয় অটো ডেবিট পেমেন্ট কোনও ভাবেই প্রভাবিত হবে না।