বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশে করোনার পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। রবিবার গোটা দেশে ২ লক্ষ ৬০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। সবথেকে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে প্রতি এক মিনিটে ৪৮ জন করে করোনায় আক্রান্ত হচ্ছেন আর প্রতি তিন মিনিটে ১ জনের করোনায় মৃত্যু হচ্ছে। করোনার সংক্রমণ রুখতে গোটা দেশের মানুষকে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে দেশের রাজধানী দিল্লীতে লকডাউনও ডাকা হয়েছে।
আরেকদিকে, দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণে লাগাম বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ১ লা মে থেকে গোটা দেশে ভ্যাকসিন নিতে পারবেন ১৮ ঊর্ধ্ব নাগরিকরা। সেইসঙ্গে রাজ্য সরকার সরাসরি প্রস্তুতকারী সংস্থার কাছ থেকেই ভ্যাকসিন কিনতে পারবে ব্লে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
আর এরই মধ্যে এক মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওতে ওই মহিলাকে করোনা থেকে বাঁচার জন্য উপায় বাতলে দিতে বলতে দেখা যাচ্ছে। ২১ সেকেন্ডের ভিডিওতে মহিলাকে বলতে শোনা যাচ্ছে যে, ‘হাফ গ্লাস বাংলা খেয়ে নাও, করোনা তোমার কখনও হতে পারে না। কিন্তু খাওয়ার আগে খেতে হবে।” ওই মহিলা আরও বলেন, ‘দুপুর বেলা ভাত খাওয়ার আগে হাফ গ্লাস বাংলা খেয়ে নাও, তোমার ৯৯ শতাংশ চ্যান্স আছে করোনা হবে না।”
এই মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে। সবাই এই ভিডিও দেখে নিজের মতো করে মজার মজার কমেন্ট করছেন। আরেকদিকে, দিল্লীতে মদের লাইন থেকেই উঠে এল এক বৃদ্ধার ভিডিও। ভিডিও তে বৃদ্ধা করোনা রুখতে ভ্যাকসিন না, মদ দরকার বলে জানায়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিও টিতে নেটিজেনরা ভিন্ন প্রতিক্রয়া দিতে শুরু করেছেন। বৃদ্ধার ওই ভিডিও যথেষ্ট মনও জয় করেছে নেটিজেনদের।
ভিডিওতে ওই বৃদ্ধা বলছেন, দিল্লিতে লকডাউনের প্রভাব ব্যাপক ভাবে পড়বে সুরপ্রেমীদের উপর। এমনকি তিনি এও বলেন যে, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে রাতে এক পেগ করে মদ খেয়ে আমি বেঁচে আছি, এর ফলে আমার কখনও কোনও আলাদা করে ডোজ বা ওষুধ নেওয়ার প্রয়োজন হয়নি।’ বৃদ্ধার দাবি লকডাউন হলেও মদের দোকান খুলে রাখা উচিত, এর ফলে মানুষ হাসপাতালে অনেক কম যাবে
#WATCH Delhi: A woman, who has come to purchase liquor, at a shop in Shivpuri Geeta Colony, says, "…Injection fayda nahi karega, ye alcohol fayda karegi…Mujhe dawaion se asar nahi hoga, peg se asar hoga…" pic.twitter.com/iat5N9vdFZ
— ANI (@ANI) April 19, 2021